ফিরছে '৯০ দশকের নস্টালজিয়া, কলকাতার রাজপথে আবার দোতলা বাসের ম্যাজিক
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
তথ্য বলছে কলকাতায় প্রথম দোতলা বাস চলে ১৯২৬ সাল নাগাদ। বাস চলত কালীঘাট থেকে শ্যামবাজার পর্যন্ত। নিজস্ব চিত্র
advertisement
1/5

আবার ইতিহাসের পুনরাবৃত্তি যেন। ১৫ বছর বন্ধ থাকার পরে কলকাতায় হাজির দোতলা বাস। যাত্রা শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই।
advertisement
2/5
গত শতক জুড়েই কলকাতার অন্যতম আকর্ষণ ছিল এই বিশালকায় যানটি। ১৯৯০ সাল থেকেই ক্রমে কলকাতায় দোতলা বাসের সংখ্যা কমতে থাকে। ২০০৫ সাল থেকে একেবারে বন্ধই করে দেওয়া হয় এই বাসের নিয়মিত চলাচল।
advertisement
3/5
তথ্য বলছে কলকাতায় প্রথম দোতলা বাস চলে ১৯২৬ সাল নাগাদ। বাস চলত কালীঘাট থেকে শ্যামবাজার পর্যন্ত।
advertisement
4/5
ক্রমেই বাড়তে থাকে রুট। আর্থিক ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ হওয়া সেই বাসই এত বছর পর ফিরছে শহরের রাজপথে।
advertisement
5/5
অত্যাধুনিক এই দোতলা বাসগুলি তৈরি করেছে জামশেদপুরের সংস্থা বেবকো। হুড-খোলা এই বাসের দোতালায় সিট ১৭টি।