advertisement
1/8

মারাত্মক দূষণের কবলে কলকাতা। বাতাসে মাত্রাছাড়া বিপজ্জনক ধূলিকনা। কুড়ি বছরের রেকর্ড ভেঙে ময়দান ও উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে দূষণের মাত্রা চারশোরও বেশি (File photo)
advertisement
2/8
বছরের শুরুতেই অশনি সংকেত পরিবেশবিদদের। শুক্রবার দূষণের মাপকাঠিতে দিল্লিকে ফের ছাপিয়ে গেল কলকাতা।
advertisement
3/8
উত্তর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে তিলোত্তমার দূষণ পরিমাপের কাজ হয়ে থাকে। এই দুই কেন্দ্র থেকেই শুক্রবার যে তথ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে গিয়ে পৌঁছেছে তা চিন্তা বাড়িয়েছে।
advertisement
4/8
রবীন্দ্রভারতীতে বসানো যন্ত্র বলছে দুপুর ১টা নাগাদ দূষণের মাত্রা ছিল ৪৩৩ একক আর ওই একই সময় ভিক্টোরিয়ার দূষণ ছিল ৩৮২ একক।
advertisement
5/8
দিল্লির আনন্দবিহারে দুপুর ১টা নাগাদ দূষণের মাত্রা ছিল ৩৫০।
advertisement
6/8
এ ঘটনা প্রথম নয় ৷ এর আগে নভেম্বরে ও ডিসেম্বর মাসে বেশ কয়েকবার এমন হয়েছে যেখানে কলকাতা ছিল সবচেয়ে দূষিত মেট্রো শহরগুলির মধ্যে এক নম্বরে। এমনকী, শুধু দেশেই নয় সবচেয়ে বেশি দূষিত শহরগুলির মধ্যেও একদম ওপরের দিকে চলে এসেছে কলকাতা ৷
advertisement
7/8
দূষণের জন্য বেড়েছে ফুসফুস ও হার্টের রোগ সঙ্গে ডেকে আনছে ফুসফুসের ক্যানসার, হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডির মতো অভিশাপ। যাঁরা বক্ষরোগে ভুগছেন তাঁদের শ্বাসকষ্ট গত দু’মাসে অনেকটাই বেড়ে গিয়েছে। নতুন করে হাঁপানি, ব্রঙ্কাইটিস ধরা পড়েছে বহু মানুষের।
advertisement
8/8
ভয়ংকর অবস্থার মধ্যে বাস করছে কলকাতাবাসী। রোগীর সংখ্যা গত তিন মাসে দ্বিগুণ বেড়ে গিয়েছে। সম্পূর্ণ সুস্থ মানুষও বক্ষরোগে আক্রান্ত হচ্ছেন। শিশু-বৃদ্ধদের হাল সবচেয়ে খারাপ।