কলকাতায় শীতের ৫ বছরের রেকর্ড চূর্ণ, এ বার ১০ বছরের রেকর্ডও কি ভাঙবে এই মাসেই
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Winter in Kolkata: গত ৫ বছরের মধ্যে কলকাতার তাপমাত্রা কখনওই ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি
advertisement
1/7

কলকাতার ঠান্ডা যেন এ বার দুরন্ত অ্যাথলিট। নিত্য নিজেই নিজের রেকর্ড ভাঙছে, আবার গড়ছে। এই মরশুমে এখনও পর্যন্ত শীতলতম দিন ছিল গতকাল, শুক্রবার। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
2/7
জল্পনা চলছিল শনিবার হয়তো সর্বনিম্ন তাপমাত্রার সেই রেকর্ড ভেঙে যাবে। কিন্তু সেই আশায় ঠান্ডা জল ঢেলে দিল তাপমাত্রার ওঠানামা। সামান্য বেড়ে আজ, শনিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
advertisement
3/7
সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও ঠান্ডা বা উত্তুরে হাওয়ার দাপট কমেনি। শুক্রবারের তাপমাত্রা ভেঙে দিয়েছে গত ৫ বছরের রেকর্ড। কারণ গত ৫ বছরের মধ্যে কলকাতার তাপমাত্রা কখনওই ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি।
advertisement
4/7
২০১৮ সালের ৮ জানুয়ারি শেষ বার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস৷ সাম্প্রতিক অতীতে সেটাই রেকর্ড৷
advertisement
5/7
২০১৮-র আগে ও পরে কয়েক বছর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে চারপাশে৷
advertisement
6/7
তবে গত ১০ বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড আছে ২০১৩ সালে৷ সে বছর ৯ জানুয়ারি তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে৷ গত এক দশকে এটাই কল্লোলিনীর সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা৷
advertisement
7/7
এ বছর দেশের উত্তর পশ্চিম দিক থেকে আগত ঠান্ডা হাওয়া এবং কুয়াশার জন্যই হাড় কাঁপানো শীত পড়েছে৷ গত পাঁচ বছরের শীতের রেকর্ড তো ভাঙল৷ এক দশকের রেকর্ড কি অটুট থাকবে, নাকি সেটাও এই মরশুমেই ভাঙবে? কাঁপতে কাঁপতে অপেক্ষা শহরবাসীর৷