তুমুল বৃষ্টি হবে কলকাতায়, কালবৈশাখীর 'ঝড়' বাংলা জুড়ে...! কোথায়, কখন? দেখুন ৩ মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস
- Published by:Tias Banerjee
Last Updated:
Weather Update till 3 May: বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে রাজ্যে, যার জেরে দফায় দফায় কালবৈশাখী ও প্রাক-বর্ষার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। জেনে নিন ৩ মে অবধি আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
1/9

কালবৈশাখীর দাপটে ফের উত্তাল হতে চলেছে দক্ষিণবঙ্গ। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ৩ মে পর্যন্ত ‘ইয়েলো অ্যালার্ট’ জারি হয়েছে। গরমে হাঁসফাঁস জনজীবনে এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও, ঝড়ের দাপটে জনজীবন বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। জানুন আবহাওয়ার খবর। (Representative Image: AI)
advertisement
2/9
দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় কালবৈশাখী! কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আগামী ৩ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দমকা হাওয়া ও বৃষ্টির কারণে ইতিমধ্যেই ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিশেষ করে রবিবার ও সোমবার রাজ্য জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। (Representative Image: AI)
advertisement
3/9
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে রাজ্যে, যার জেরে দফায় দফায় কালবৈশাখী ও প্রাক-বর্ষার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে যেমন স্বস্তি মিলবে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা থেকে, অন্যদিকে বজ্রঝড় ও ভারী বৃষ্টিতে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। (Representative Image: AI)
advertisement
4/9
২৮ ও ২৯ এপ্রিল কলকাতায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে। (Representative Image: AI)
advertisement
5/9
৩০ এপ্রিল ও ১ মে-তেও বজ্রঝড় ও বৃষ্টি চলবে। এই সময়ে তাপমাত্রা কিছুটা কমে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ২ ও ৩ মে পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকায় বৃষ্টি বা বজ্রঝড় চলতেই পারে। রাতে এবং সকালে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Representative Image: AI)
advertisement
6/9
২৯ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। (Representative Image: AI)
advertisement
7/9
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: ২৯ এপ্রিল: দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রঝড় হতে পারে। দমকা হাওয়া ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে বইতে পারে। নাদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Representative Image: AI)
advertisement
8/9
৩০ এপ্রিল: পরিস্থিতি একই রকম থাকবে, তবে হাওয়ার গতি কিছুটা কমে ৩০–৪০ কিমি/ঘণ্টা হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। (Representative Image: AI)
advertisement
9/9
১ মে: ফের সক্রিয় হয়ে উঠবে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া, বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। (Representative Image: AI)