Kolkata Weather Forecast: আজ থেকে রাজ্যের কোথায় কবে বৃষ্টি? শীত কি শেষ নাকি ফিরবে কনকনে ঠান্ডা? আবহাওয়ার বড় আপডেট জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kolkata Weather Forecast:মাঘের শীত বাঘের গায়ে, তার উপর বৃষ্টির ছোবল। তার সঙ্গে যোগ হয়েছে কুয়াশার দাপট। খামখেয়ালী আবহাওয়ার ত্র্যহস্পর্শে নাজেহাল রাজ্যবাসী।
advertisement
1/9

একে মাঘের শীত বাঘের গায়ে, তার উপর বৃষ্টির ছোবল। তার সঙ্গে যোগ হয়েছে কুয়াশার দাপট। খামখেয়ালী আবহাওয়ার ত্র্যহস্পর্শে নাজেহাল বঙ্গবাসী।
advertisement
2/9
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার জেরে মেঘলা আকাশে কম থাকবে দিনের তাপমাত্রা।
advertisement
3/9
কনকনে উত্তুরে বাতাসের তীব্রতা কমেছে অনেকটাই। তাই রাতের তাপমাত্রা বেড়েছে কিছুটা। কোনও কোনও আবহবিদদের মতে, এই মরশুমের শীতের বিদায়বেলা আসন্ন।
advertisement
4/9
বৃষ্টি থামলেও যে হাড়হিম ঠান্ডা ফিরে আসবে, তার আশ্বাস দিতে পারছেন না এই আবহবিদরা।
advertisement
5/9
আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙেও হতে পারে বৃষ্টি।
advertisement
6/9
বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে নদিয়া, দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে।
advertisement
7/9
পাহাড়ের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
advertisement
8/9
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস আছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে।
advertisement
9/9
আবহবিদদের ধারণা, মঙ্গলবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। বর্তমানে তাপমাত্রা যা আছে, সপ্তাহের শেষে তার থেকে ৩-৪ ডিগ্রি বাড়তেও পারে বলে মনে করা হচ্ছে।