Kolkata temperature drop: এক ধাক্কায় চার ডিগ্রি কমল শহরের তাপমাত্রা, শীত কি দোরগোড়ায়? জানালো হাওয়া অফিস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কলকাতায় সকালে মনোরম পরিবেশ বেলা বাড়লে তা উধাও হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে।
advertisement
1/9

গত দশ বছরে এই প্রথম বার৷ অক্টোবরেই কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেল কলকাতায়৷ ফলে রাত বাড়তেই বাড়ছে শীতের অনুভূতি৷ জেলাগুলিতেও পারদ পতনের ফলে সকাল- সন্ধ্যায় বাড়ছে শীতের আমেজ৷
advertisement
2/9
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম৷ গতকালের তুলনায় এক ধাক্কায় চার ডিগ্রি নেমে গিয়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা৷
advertisement
3/9
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতেও নেমে গিয়েছে৷ REUTERS/Jitendra Prakash
advertisement
4/9
আবহবিদরা জানাচ্ছেন, বায়ুমণ্ডল থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব সরে যেতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে৷ ফলে জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে শুষ্ক আবহাওয়ার কারণেই শীতের আমেজ অনুভূত হচ্ছে৷
advertisement
5/9
আজ সারাদিনই কলকাতায় আংশিক মেঘলা আকাশ এবং সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
6/9
হাওয়া অফিসের পূর্বাভাস, জেলায় জেলায় শীতের আমেজ বজায় থাকবে সকাল সন্ধ্যায়। নভেম্বরের মাঝামাঝি দিনভর শীতের আমেজ বাড়বে জেলাতে, এমনই অনুমান আবহাওয়াবিদদের। সিত্রাং চলে যেতেই উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে বাংলায়।
advertisement
7/9
রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ৪-৫ দিন ধরে শুষ্ক আবহাওয়াই থাকবে। দখিনা বাতাসের প্রভাব কমবে, উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে সকাল ও সন্ধ্যেবেলায়।
advertisement
8/9
কলকাতায় সকালে মনোরম পরিবেশ বেলা বাড়লে তা উধাও হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে। আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ।
advertisement
9/9
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় শুষ্ক আবহাওয়া এবং উত্তুরে হওয়া থাকায় শীতের আমেজ থাকবে বাংলা জুড়ে। উপকূল ও পার্বত্য এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির দেখা মিলতে পারে৷