TRENDING:

Kolkata Waterlogged : শহরজুড়ে জল নামাতে চালু পুরসভার ৪৫০টি পাম্প! কলকাতার গলি থেকে রাজপথের জলছবি...

Last Updated:
Kolkata Waterlogged : উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন হয়ে পরে রাতভোর বৃষ্টিতে। ফলে ব্যাপক নাকাল হতে হয় এলাকার মানুষজনকে। একটি বাস জলের তলায় চলে যায় পাতিপুকুর আন্ডারপাস-এ।
advertisement
1/7
শহরজুড়ে জল নামাতে চালু পুরসভার ৪৫০টি পাম্প! কলকাতার গলি থেকে রাজপথের জলছবি...
গত দু'দিনের একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকা। এই পরিস্থিতিতে এবার শহরের বিভিন্ন এলাকা থেকে জল নামাতে তত্পর হয়েছে কলকাতা পুরসভা। এরজন্য গতকাল রাত ১০টা পর্যন্ত লকগেট খোলা রেখেছিল কলকাতা পুরসভা।
advertisement
2/7
প্রবল বৃষ্টির জেরে কলকাতায় ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, লালবাজার, মুক্তারামবাবু স্ট্রিট, এমজি রোড, গণেশ চন্দ্র এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, ট্যাংরা, খিদিরপুর, আলিপুর, ও বেহালার বেশ কিছু অংশে জলমগ্ন হয়ে রয়েছে। এদিকে আজ ও আগামিকাল কলকাতায় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
3/7
জল নামানো নিয়ে পুরসভার বক্তব্য, ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হলে জল তাড়াতাড়ি নেমে যেতে পারে। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারের বেশি হলে জল নামাতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় অস্থায়ী পাম্পের ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফে। নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ।
advertisement
4/7
এই অবস্থায় উত্তর কলকাতা-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে অল্পবিস্তর জল জমায় সমস্যা তৈরি হয়েছে। জমা জলে পরিস্থিতি যাতে আরও বিগড়ে না যায় তার জন্য কলকাতা পুরসভার ৭৪টি পাম্পিং স্টেশনের প্রায় ৪৫০টি পাম্প এই মুহূর্তে সচল রয়েছে।
advertisement
5/7
শহরের নিচু এলাকাগুলিতে যেখানে জল জমার সমস্যা রয়েছে, সেখানে অতিরিক্ত পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করেছে পুরসভা। সকাল থেকেই পুরসভার কন্ট্রোল রুম চালু করা হয়েছে। শহরবাসী কোথাও সমস্যায় পড়লে সরাসরি কন্ট্রোল রুমে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
6/7
এদিকে খিদিরপুর এলাকার জল জমার সমস্যা মেটাতে পলি তুলে বোট ক্যানেলের সংস্কার করা হবে, সেই সঙ্গেই লিফটিং মেশিন দিয়ে এই এলাকার জমা জল বের করে দেওয়া হবে। এলাকার জল সরাসরি টালি নালায় যাতে পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
7/7
পুরসভার তরফে জানানো হয়েছে, উত্তর কলকাতায় জল জমার সমস্যা দূর করতে মুক্তারামবাবু স্ট্রিটে একটি পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। এই মাসেই সে পাম্পিং স্টেশন তৈরি হয়ে যাবে। এই পাম্পিং স্টেশন শুরু হলেই জল জমার সমস্যা থেকে মুক্তি পাবে গোটা উত্তর কলকাতা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Waterlogged : শহরজুড়ে জল নামাতে চালু পুরসভার ৪৫০টি পাম্প! কলকাতার গলি থেকে রাজপথের জলছবি...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল