Kolkata Tram: যেন রাজবাড়ির বৈঠকখানা! শহরের বুকে ফিরল ট্রাম, পুজোয় ঠাকুর দেখার আনন্দ হবে দ্বিগুণ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
মহানগরের রাজপথে 'প্যালেস অন হুইলস', বালিগঞ্জ থেকে টালিগঞ্জ নবরুপে চলল ট্রাম। পুজো স্পেশাল ট্রাম চালালো রাজ্য পরিবহণ দফতর।
advertisement
1/5

যেন রাজবাড়ির বৈঠকখানা! শহরের বুকে ফিরল ট্রাম, পুজোয় ঠাকুর দেখার আনন্দ হবে দ্বিগুণ
advertisement
2/5
তরুণ প্রজন্ম ট্রামের সফর, ট্রামলাইন ভুলতে বসেছে। উৎসবের আবহে কলকাতায় বিশেষ ট্রাম চলার খবরে তাই উত্তেজিত শহরবাসী। এবার ট্রামে চেপেই পুজো পরিক্রমা করতে পারবেন। টালিগঞ্জ থেকে শুরু করে বালিগঞ্জ ডিপোতে গিয়ে শেষ হবে যাত্রা। দক্ষিণের অনেক ঠাকুর দেখাই সম্ভব হবে এই ট্রামে চেপে।
advertisement
3/5
ট্রামটিকে সাজানো হয়েছে নতুন রূপে। প্রথম বগির দেওয়ালে অংশে কুমোরটুলির পরিবেশ, দুর্গামূর্তি বানানো, ধুনুচি নাচের ছবি হাতে আঁকা হয়েছে। ট্রামের দ্বিতীয় বগির দেওয়ালে রঙের আকিবুঁকিতে ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার নানা ঐতিহ্য এবং সংস্কৃতির চিত্র।
advertisement
4/5
ট্রামের প্রতিটি বগিতে আলপনা দেওয়া থাকবে। ট্রামের ভিতরে বেতের আসবাবপত্র থাকছে। সেই সঙ্গে থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা। ট্রামের বগিগুলিও যথেষ্ট বিলাসবহুল।
advertisement
5/5
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও রাজ্যের ‘ট্রান্সপোর্ট কর্পোরেশন’-এর চেয়ারম্যান মদন মিত্র বলেন, ‘‘কলকাতা ট্রামের ১৫০ বছর উপলক্ষে এই উদ্যোগ। তা ছা়ড়া, পুজোর আবহে পুরনো দিনে ফিরে যেতে পারলে মন্দ লাগবে না শহরবাসীর। পুজোর উদ্যাপনও একটা অন্য মাত্রা পাবে।’’