Kolkata News: হেলমেট ছাড়া কলকাতায় বাইক চালানোর দিন শেষ! সাবধান, বেনজির 'শাস্তি' হবে এবার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata News: পুলিশ সূত্রে খবর, এতদিন ধরে কলকাতা শহরে মদ্যপ অবস্থায় ও বেপরোয়াভাবে কেউ বাইক চালালেই বাইক চালকের লাইসেন্স সাসপেন্ড করা হত। কিন্তু এবার বদল আসছে নিয়মে।
advertisement
1/5

সম্প্রতি গাড়ি-বাইকের ক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙলে জরিমানার অঙ্ক কয়েক গুণ বাড়ানো হয়েছে কলকাতায়। এবার হেলমেট বিহীন বাইক চালকদের জন্য আরও কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বেপরোয়া বাইকের দাপট রুখতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। (ফাইল ছবি)
advertisement
2/5
কী সেই পদক্ষেপ?কলকাতা পুলিশ সূত্রে খবর, এবার হেলমেট ছাড়া শহরে (Kolkata News) বাইক চালালেই তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হবে। এই সিদ্ধান্ত নিতে পারবেন ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার কোনও আধিকারিক। শুক্রবার কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা এই বিষয়ক একটি নির্দেশনামা জারি করেছেন। (ফাইল ছবি)
advertisement
3/5
পুলিশ সূত্রে খবর, এতদিন ধরে কলকাতা শহরে মদ্যপ অবস্থায় ও বেপরোয়াভাবে কেউ বাইক চালালেই বাইক চালকের লাইসেন্স সাসপেন্ড করা হত। কিন্তু এবার বদল আসছে নিয়মে। আরও কড়া হচ্ছে নিয়ম। এবার বিনা হেলমেটে বাইক চালালেও সংশ্লিষ্ট বাইক চালকের লাইসেন্স অন্তত তিন মাসের জন্য সাসপেন্ড করা হবে। (ফাইল ছবি)
advertisement
4/5
প্রসঙ্গত, কলকাতা শহরের ২৫টি ট্রাফিক গার্ডের অ্য়াসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকদের কাছে ইতিমধ্যেই এই নির্দেশনামা পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কলকাতায় বেপরোয়া বাইক চালকদের রমরমা ক্রমেই বাড়ছে। এমনকী মাথায় হেলমেট না পরেই শহরে দাপিয়ে বেড়াচ্ছে বাইক চালকদের দল। (ফাইল ছবি)
advertisement
5/5
ফলে দুর্ঘটনা ও তাতে মৃত্যু এখন প্রায় নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, এক্ষেত্রে লাইসেন্স সাসপেন্ড করা হলে উচিৎ শিক্ষা হবে বাইক আরোহীদের। তিনমাস বাইক চালাতে না পারলে সেক্ষেত্রে আরও সাবধানী হবে তারা। (ফাইল ছবি)