Kolkata Tour Plan: আর উত্তরবঙ্গ কেন, এবার কলকাতাতেই সারুন জলদাপাড়া-ভ্রমণ! কোথায় সে জায়গা? দেখুন ছবি
- Published by:Raima Chakraborty
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Tour Plan: খাস কলকাতায় এক টুকরো জলদাপাড়া। বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন। রাজ্য সরকারের বন বিভাগের বনবিতানে। স্কুল ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে প্রকৃতি পাঠের ব্যবস্থা।
advertisement
1/14

খাস কলকাতায় এক টুকরো জলদাপাড়া। বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন। রাজ্য সরকারের বন বিভাগের বনবিতানে। স্কুল ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে প্রকৃতি পাঠের ব্যবস্থা।
advertisement
2/14
সল্টলেকের বনবিতানে ঢুকলেই চোখে পড়বে এক শৃঙ্গ গন্ডার। রয়েছে লেপার্ড, হাতি-সহ জলদাপাড়া অভয়ারণ্যের সমস্ত ধরনের পশু পাখি। যদিও সবটাই মডেল। এক টুকরো জলদাপাড়া অভয়ারণ্যকে যেন হাজির করা হয়েছে বনবিতানে।
advertisement
3/14
বনবিভাগের ইউআরএফ ডিভিশনের এডিএফও অনিন্দ্য গুহ ঠাকুরতা বলেন, স্কুলের ছাত্র-ছাত্রী এবং যারা গবেষণা করতে আসবেন তাদের জন্য গাইডের ব্যবস্থা করবে বনদপ্তর। যারা জলদাপাড়া অভয়ারণ্যে যেতে পারছেন না তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা অনেকটা সহায়ক হবে। জলদাপাড়া অভয়ারণ্যের যে সমস্ত পশুপাখি বন্য জন্তু থেকে উদ্ভিদ থাকে তার সম্পূর্ণ একটা রেপ্লিকা এখানে তৈরি করবার প্রচেষ্টা করেছি আমরা।
advertisement
4/14
৭০ একর জায়গায় অভয়ারণ্যের অনুভূতি। জলদাপাড়ার গড় থেকে নানা প্রজাতির হরিণ এসব তো আছেই। শুনতে পাবেন ঝিঁঝিঁ পোকার ডাক থেকে নানান পাখির কলরব।
advertisement
5/14
বনবিতানে ঢুকে পড়লেই বন বিভাগের গাইড আপনাকে পশুপাখি জন্তু-জানোয়ার থেকে শুরু করে গুল্ম-লতা গাছের প্রকৃতি চিনিয়ে দেবেন।
advertisement
6/14
স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ প্রকৃতি পাঠের ব্যবস্থা। এ যেন জলদাপাড়া অভয়ারণ্যের রেপ্লিকা। এখানে এসে তাই অনেক ছাত্র-ছাত্রীদের জলদাপাড়া অভয়ারণ্যে যাওয়ার তাগিদ অনুভব করবে।
advertisement
7/14
ছাত্র-ছাত্রীদের জন্য প্রকৃতি পাঠের সুবর্ণ সুযোগ তো বটেই। শিক্ষক শিক্ষিকারাও এসে চমকে উঠছেন খাস কলকাতার মধ্যেই এত গভীর অরণ্য রয়েছে তা তাদেরও অজানা ছিল।
advertisement
8/14
বরানগর মোহন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা গোধূলি মুখোপাধ্যায় বলেন, এই অরণ্য দেখে রীতিমতো অভিভূত। আমার নিজেরই জানা ছিল না কলকাতার মধ্যে এত বড় অরণ্য রয়েছে।
advertisement
9/14
কংক্রিটের জঙ্গলে এটা যেন মরুদ্যান। ছাত্রছাত্রীরা যারা এখনো জলদাপাড়া যায়নি তাদের অবশ্যই অনেকটা শিক্ষা সহায়ক এবং আনন্দদায়ক হবে এই বনবিতান।
advertisement
10/14
জলদাপাড়া অভয়ারণ্যের মতোই এই গভীর অরণ্যের মধ্যেই রয়েছে এক টুকরো জলাশয়ও। ছাত্র-ছাত্রী ও গ্রুপ ট্যুরের জন্য গাইড এর ব্যবস্থাও করবে বন দফতর।
advertisement
11/14
শিক্ষামূলক ভ্রমণের জন্য যে ছাত্রছাত্রীরা স্কুল থেকে এসেছিল তারা রীতিমতো বিস্মিত।
advertisement
12/14
হঠাৎ করেই কংক্রিটের জঙ্গল থেকে গহীন অরণ্যে ঢুকে পড়া আর তার মধ্যে বইয়ের পাতার এক শৃঙ্গ গন্ডার হাতি কিংবা বন্য প্রজাতিরা উঠে এসেছে চোখের সামনে যতই মডেল হোক তবুও আনন্দদায়ক।
advertisement
13/14
জলদাপাড়া অভয়ারণ্যের রেপ্লিকা ছাড়াও বনবিতানে রয়েছে প্রজাপতি পাখি ও লতা গুল্মের জন্য পৃথক পার্ক। সারাদিন প্রকৃতির সঙ্গে কাটাবার এক অনন্য সুযোগ।
advertisement
14/14
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'এখানেই শেষ নয়, জলদাপাড়া অভয়ারণ্যের রেপ্লিকা ছাড়াও বনবিতানেই তৈরি হচ্ছে প্রজাপতি পার্ক , বার্ডস পার্ক এবং স্নেক পার্ক অর্থাৎ এক টুকরো অভয়ারণ্যের রেপ্লিকা তৈরি হবে সল্টলেকের বনবিতানে।' (ছবি ও তথ্য বিশ্বজিৎ সাহা)