Kolkata Road accident: কলকাতায় মর্মান্তিক পথদুর্ঘটনা! রেড রোডে উল্টে গেল গাড়ি, রক্তে ভেসে গেল রাজপথ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Kolkata Road Accident: কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। রেড রোডে দুর্ঘটনায় পড়ল গাড়ি। বুধবার দুপুরের ব্যস্ত সময় গাড়িটি রাস্তায় উল্টে যায়।
advertisement
1/5

কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। রেড রোডে দুর্ঘটনায় পড়ল গাড়ি। বুধবার দুপুরের ব্যস্ত সময় গাড়িটি রাস্তায় উল্টে যায়। নিজস্ব চিত্র।
advertisement
2/5
গাড়ির চালক এবং দুই মহিলা যাত্রীকে পুলিশ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসএসকেএম হাসপাতালের দিক থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল গাড়িটি। প্রতীকী ছবি।
advertisement
3/5
অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার সময়ে সেটি ডিভাইডা ধাক্কা মারে। এরপর একটি বাতিস্তম্ভে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। পথ চলতি যাত্রীরা কোনওমতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে তিনজনকে বার করে আনেন। প্রতীকী ছবি।
advertisement
4/5
ততক্ষণে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ট্র্যাফিক পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। প্রতীকী ছবি।
advertisement
5/5
কোনও মতে সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ট্র্যাফিক পুলিশের কর্তারা জানিয়েছেন, কী করে এই ঘটনা ঘটল তদন্ত করে দেখা হচ্ছে। প্রতীকী ছবি।