Kolkata Rainfall: শনিবার কলকাতায় কখন শুরু বৃষ্টি, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট? জানাল আবহাওয়া দফতর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে টানা তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও
advertisement
1/8

তীব্র গরমের দাবদাহে পুড়েছে বাংলা। তাও টানা ১০ দিন। অবশেষে গতকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায়। কলকাতায় কখন শুরু হবে বৃষ্টি? তা জানতেই মুখিয়ে শহরবাসী
advertisement
2/8
শুধুই বৃষ্টি নয়, শনিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও।
advertisement
3/8
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সারা দিনই কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। গত কয়েক দিনের তুলনায় কম থাকবে তাপমাত্রা।
advertisement
4/8
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে টানা তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
5/8
সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে।
advertisement
6/8
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে রবিবারও। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ কমবে।
advertisement
7/8
উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। মধ্য ভারতের বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই দুয়ের প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন পূর্ব মধ্য এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৪ এপ্রিল, সোমবার।
advertisement
8/8
বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতায় ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এ তাপমাত্রা। এই তাপমাত্রা আগামী সোম মঙ্গলবারের মধ্যে দিনে ৩৫/৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। শুকনো গরমের জায়গায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা আগামী ৫ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।