TRENDING:

Kolkata Municipal Election Result 2021: উত্তর থেকে দক্ষিণ, কড়া পুলিশি প্রহরায় কলকাতা পুরভোটের গণনা শুরু, দেখুন ছবি...

Last Updated:
Kolkata Municipal Election Result 2021: সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা দেখা গিয়েছে গণনা কেন্দ্রগুলির সামনে। প্রতিটি গণনাকেন্দ্রের সামনে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
advertisement
1/8
উত্তর থেকে দক্ষিণ, কড়া পুলিশি প্রহরায় কলকাতা পুরভোটের গণনা শুরু, দেখুন ছবি...
কলকাতা পুরসভার ১১ টি কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা(KMC Election 2021 Counting)। দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কলকাতা ছোট লাল বাড়ি কার দখলে থাকবে।
advertisement
2/8
পুরভোটের গণনা চলাকালীন প্রতিটি গণনা কেন্দ্রে তথা গোটা শহরকেই নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশকে(Kolkata Police) আগেই নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। সেইমতো নেওয়া হয়েছে তুমুল সতর্কতা।
advertisement
3/8
এদিন সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা দেখা গিয়েছে গণনা কেন্দ্রগুলির সামনে। প্রতিটি গণনাকেন্দ্রের সামনে জারি করা হয়েছে ১৪৪ ধারা। কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে নেওয়া হয়েছে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা। শহরে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ বাহিনী। বিভিন্ন গণনাকেন্দ্রে পরিস্থিতিতে সরেজমিনে দিখতে হাজির রয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও।
advertisement
4/8
নেতাজি ইন্ডোর গণনা কেন্দ্রের বাইরে এবং গণনা কেন্দ্র ভেতর নিয়ে মোট ৭০০ পুলিশ মোতায়েন রয়েছে। দুজন যুগ্ম-কমিশনার, দুজন ডেপুটি কমিশনার, চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, পদমর্যাদার অধিকারী থাকছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে।
advertisement
5/8
উত্তরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রেও সকাল থেকেই দেখা গেল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় চত্বরের ভেতরে ও বাইরে মোতায়েন বিপুল সংখ্যক পুলিশ। কোনওরকম অশান্তি এড়াতে কোনও কসুর ছাড়তে নারাজ কলকাতা পুলিশ।
advertisement
6/8
জানা গিয়েছে পুরভোটের (KMC Election 2021 Counting) গননার জন্য মোতায়েন করা হচ্ছে ২ হাজার পুলিশ বাহিনী। সঙ্গে থাকছেন আরও ১ হাজার অফিসার। তাদের মধ্যে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ও অফিসার ইন চার্জরা।
advertisement
7/8
গননা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ১০ টি গননা কেন্দ্রে দায়িত্বে থাকছেন ১০ জন ডিসি। এছাড়াও নিদিষ্ট এলাকার ডেপুটি কমিশনাররা নজর রাখবেন। সকাল ৬ টা থেকে গননা শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকছে এই বাহিনী (KMC Election 2021 Counting)। গননা কেন্দ্রের ২০০ মিটার জারি ১৪৪ ধারা জারি থাকবে।
advertisement
8/8
গণনা কেন্দ্র - বোরো-ভিত্তিক তালিকা একনজরে : ১. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়- ১ ও ২ নম্বর বোরো, ২. নেতাজি ইন্ডোর স্টেডিয়াম- ৩, ৪, ৫ ও ৬ বোরো, ৩. গীতাঞ্জলি স্টেডিয়াম- ৭ ও ১২ বোরো, ৪. বালিগঞ্জ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ- ৮ বোরো, ৫. ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যান, হেস্টিংস হাউস- ৯ বোরো, ৬. যোধপুর পার্ক বয়েজ-১০ বোরো, ৭. যোধপুর পার্ক গার্লস-১১ বোরো, ৮. বরিশা হাই স্কুল-১৩ বোরো৯. ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ-১৪ বোরো, ১০. সিস্টার নিবেদিতা গভর্মেন্ট ডিগ্রি কলেজ, জাজেস কোর্ট, হেস্টিংস হাউস- ১৫ বোরো, ১১. ব্রতচারী বৃদ্ধাশ্রম, জোকা-১৬ বোরো।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Municipal Election Result 2021: উত্তর থেকে দক্ষিণ, কড়া পুলিশি প্রহরায় কলকাতা পুরভোটের গণনা শুরু, দেখুন ছবি...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল