Kolkata Metro Luggage Rules: মেট্রোয় চেপে বিমান ধরতে যাবেন? লাগেজের ওজন বেশি হলেই সর্বনাশ, কতটা মাল নেওয়া যায় মেট্রোয়? কী নিতে পারবেন না?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro Luggage Rules: বিমানবন্দর পর্যন্ত এবার থেকে যাবে মেট্রো। এর ফলে সুবিধা হয়েছে বিমানযাত্রীদের, সহজেই এবার পৌঁছে যেতে পারবেন বিমানবন্দরে। লাগেজের নিয়ম না মানলে জরিমানা এমনকি হতে পারে জেলও।
advertisement
1/5

বিমানবন্দর পর্যন্ত এবার থেকে যাবে মেট্রো। এর ফলে সুবিধা হয়েছে বিমানযাত্রীদের, সহজেই এবার পৌঁছে যেতে পারবেন বিমানবন্দরে। তবে বিমানে ওঠার আগে যথেচ্ছ লাগেজ কিন্তু নিতে পারবেন না।
advertisement
2/5
সীমিত লাগেজ নিয়েই উঠতে হবে মেট্রোয়, সেই সঙ্গে কোন কোন মাল নেওয়া যাবে রয়েছে তার নিয়মও। তাই বিমান ধরতে যতই বেশি মাল নিতে হোক, মানতে হবে নিয়ম।
advertisement
3/5
কলকাতা মেট্রোর নিয়ম অনুযায়ী, ১০ কেজির বেশি লাগেজ নিয়ে ওঠার নিয়ম নেই মেট্রোয়। সেই সঙ্গে কোনও যাত্রীর লাগেজ যাতে অন্য কোনও যাত্রীর সমস্যা না করে সেই শর্তও দিয়েছে ভারতীয় রেল।
advertisement
4/5
সেই সঙ্গে রেলের উপদেশ মেট্রোয় যতটা সম্ভব কম লাগেজ নিয়ে ওঠার জন্য। সেই সঙ্গে দাহ্য কোনও বস্তু যেমন গ্রিজ, ঘি, রং, অ্যাসিড এই ধরনের বস্তু নিয়ে ট্রেনে ওঠা যায় না।
advertisement
5/5
মেট্রো রেলে মাল নেওয়ার নিয়ম না মানলে ১৯৮৫ সালের ক্যালকাটা মেট্রো রেল (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) (টেম্পোরেরি প্রভিশনস) আইনে, ৫০০ টাকা পর্যন্ত জরিমানা, এবং এক বছর থেকে চার বছর পর্যন্ত জেল হতে পারে।