মেট্রোয় জুড়ে গেল হাওড়া-শিয়ালদহ! নতুন মেট্রো পরিষেবায় কত ভাড়ায়, কত ক্ষণ অন্তর ট্রেন পাবেন? জানুন
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro Sealdah Howrah: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল মেট্রোর নতুন সংযোগ—হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সোজা শিয়ালদহ। এর ফলে দুই প্রধান রেলস্টেশনকে এক সুতোয় বেঁধে দিল কলকাতা মেট্রো। ধাপে ধাপে আরও স্টেশন যুক্ত করা হবে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাকে সংযুক্ত করা হবে। এই প্রকল্প পূর্ণ রূপে সম্পন্ন হলে কলকাতার পরিবহণ ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
advertisement
1/9

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল মেট্রোর নতুন সংযোগ—হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সোজা শিয়ালদহ। এর ফলে দুই প্রধান রেলস্টেশনকে এক সুতোয় বেঁধে দিল কলকাতা মেট্রো। এই মেট্রো লাইন চালুর ফলে যাত্রীদের যাতায়াত আরও অনেক সহজ, দ্রুত এবং স্বস্তিদায়ক হয়ে উঠবে। কত কম সময়ে যাতায়াত করতে পারবেন এই মেট্রোতে? কত ক্ষণ অন্তর ট্রেন পাবেন? জেনে নিন এই প্রতিবেদনে।
advertisement
2/9
প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন হাওড়া ও শিয়ালদহ থেকে। আগে তাঁদের শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে দীর্ঘ সময় লেগে যেত, ট্রাফিক জ্যামের সমস্যাও ছিল নিত্যদিনের সঙ্গী। এবার মেট্রো চালু হওয়ায় কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব হবে। অন্যদিকে, পরিবহণ বিশেষজ্ঞদের মতে, এই মেট্রো লাইন শহরের ওপর চাপ কমাবে, সড়কপথের যানজটও অনেকটাই হালকা হবে।
advertisement
3/9
পাশাপাশি, কাজকর্মের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ যে সময় নষ্ট করতেন, তা বাঁচবে। কর্মব্যস্ত নাগরিকদের কাছে এটি নিঃসন্দেহে এক বিরাট স্বস্তির খবর। সরকারি তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে আরও স্টেশন যুক্ত করা হবে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাকে সংযুক্ত করা হবে। এই প্রকল্প পূর্ণ রূপে সম্পন্ন হলে কলকাতার পরিবহণ ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
advertisement
4/9
দেশের বৃহত্তম মেট্রো স্টেশনে তাই এবার বিরাট সুবিধা। বিমানবন্দর মেট্রো চালু হচ্ছে। এবার এক টিকিটেই মেট্রো পথে যেমন বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে। ঠিক তেমনই বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে সহজেই শহরের নানা প্রান্তে চলে যাওয়া যাবে। তবে বিমানবন্দর টার্মিনাল স্টেশন হওয়ায় ব্লু, গ্রীন, ইয়েলো, অরেঞ্জ ও পিংক লাইন সবাইকে আগামীদিনে যুক্ত করবে নানা ভাবে।
advertisement
5/9
সরাসরি বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ইয়েলো ও অরেঞ্জ লাইন যুক্ত হচ্ছে। তবে অরেঞ্জ লাইনে এখনও মেট্রো পরিষেবা যুক্ত হয়নি। ফলে যাবতীয় যাতায়াত ইয়েলো লাইন দিয়েই করতে হবে। বিমানবন্দর থেকে মেট্রো চেপে চলে যেতে হবে নোয়াপাড়া। সেখান থেকে একদিকে নোয়াপাড়া মেট্রো স্টেশনে, অন্যদিকে যাওয়া যাবে টালিগঞ্জ হয়ে কবি সুভাষ।
advertisement
6/9
বর্তমানে ব্লু লাইনে কবি সুভাষ বন্ধ। যাতায়াত হবে শহীদ ক্ষুদিরাম অবধি। আবার ব্লু লাইনে ধর্মতলায় নেমে, লাইন বদল করে একদিকে হাওড়া স্টেশন। অন্যদিকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ চলে আসা যাবে। আর সবটাই হবে এক টিকিটে। নতুন রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া ৭০ টাকা ঠিক করা হয়েছে।
advertisement
7/9
বিমানবন্দর-যশোর রোড: ৫ টাকা, বিমানবন্দর-দমদম ক্যান্টনমেন্ট: ১০ টাকা, বিমানবন্দর-নোয়াপাড়া: ২০ টাকা, বিমানবন্দর-চাঁদনিচক বা এসপ্ল্যানেড: ৪০ টাকা, বিমানবন্দর-কবি সুভাষ: ৪৫ টাকা, বিমানবন্দর- রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): ৬৫ টাকা বিমানবন্দর-হাওড়া: ৫০ টাকা, বিমানবন্দর-সেক্টর-৫ বা করুণাময়ী: ৭০ টাকা, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। বিমানবন্দরের পাশে হওয়ায় যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।
advertisement
8/9
মুম্বই, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের পর কলকাতা হল ভারতের পঞ্চম শহর, যেখানে বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হচ্ছে।এই নতুন পরিষেবা চালু হলে বিমানবন্দরে পৌঁছনো থেকে শুরু করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত অনেক দ্রুত ও আরামদায়ক হবে। যারা দীর্ঘ দূরত্বের ট্রেনে আসেন বা বিমান ধরতে চান, তাঁদের জন্যও এই মেট্রো একটি বড় স্বস্তির খবর। এয়ারপোর্ট থেকে শিয়ালদা যেতে খরচ হবে সর্বাধিক ৫০ টাকা আর রুবি পর্যন্ত গেলে দিতে হবে ৬৫ টাকা।
advertisement
9/9
কলকাতা মেট্রো সূত্রে খবর, অফিস টাইমে দু'টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ৭ মিনিট। অন্য সময়ে ৮ মিনিট।