Kolkata Metro: ১০ টাকা বাড়ছে মেট্রো ভাড়া! কোন রুটে, কোন সময় চড়লে গুণতে হবে অতিরিক্ত টাকা? জানুন
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kolkata Metro Rail: শেষ মেট্রোয় যাতায়াতে বাড়ল ভাড়া। এবার থেকে শেষ মেট্রোর যাত্রীদের টিকিটের ভাড়ার সঙ্গে গুণতে হবে অতিরিক্ত দশ টাকা। আগামী ১০ ডিসেম্বর থেকে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ৯.২৮, দমদম থেকে ৯.৪০, কবি সুভাষ থেকেও ৯.৪০ মিনিটে ছাড়বে।
advertisement
1/5

*শেষ মেট্রোয় যাতায়াতে বাড়ল ভাড়া। এবার থেকে শেষ মেট্রোর যাত্রীদের টিকিটের ভাড়ার সঙ্গে গুণতে হবে অতিরিক্ত দশ টাকা। আগামী ১০ ডিসেম্বর থেকে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ৯.২৮, দমদম থেকে ৯.৪০, কবি সুভাষ থেকেও ৯.৪০ মিনিটে ছাড়বে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*যাত্রীদের কথা মাথায় রেখে নাইট স্পেশ্যাল চালানোর সিদ্ধান্ত নেয় মেট্রো। রাত ১১টায় ছিল নাইট স্পেশ্যাল। যাত্রী না হওয়ায় সময় পরিবর্তন করা হয়। বর্তমানে দমদম থেকে কবি সুভাষ আর কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চলে নাইট স্পেশ্যাল এই মেট্রো। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*বর্তমানে ১০.৪০-এ দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ে যাত্রীদের সুবিধার্থে। নাইট স্পেশ্যালের সময় বদলেও হচ্ছে না যাত্রী। একটি মেট্রো চালাতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, তাতে অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই নাইট স্পেশ্যালে টিকিট পিছু দশ টাকা সারচার্জ যুক্ত হল। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*মেট্রোরেলের সূত্রে জানা গিয়েছে, একজোড়া স্পেশ্যাল নৈশ মেট্রো চালাতে মেট্রোর খরচ হয় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এক একটির জন্য ১ লাখ ৩৫ হাজার টাকা করে দৈনিক খরচ। আরও প্রায় ৫০ হাজার টাকার অন্যান্য খরচ রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*কিন্তু এত খরচ করে পরিষেবা চালু রাখলেও লাভের চেয়ে ক্ষতির মুখই দেখছে কলকাতা মেট্রো। এই রাতের মেট্রো পরিষেবার কর্মযজ্ঞের জন্য দিনে মেট্রোর মোট খরচ হচ্ছে ৩ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি। সংগৃহীত ছবি।