Kolkata ISKCON Rath Yatra 2023: কলকাতার রথ কোথায় গেলে দেখতে পাবেন? কোন পথ দিয়ে যাবে রথ? রইল বিস্তারিত
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সামনেই রথযাত্রা। আর রথ মানেই পুরী। কিন্তু কলকাতার রথ বললেই প্রথমে মনে আসে ইসকনের রথযাত্রা। এটি কলকাতার অন্যতম প্রধান ও জনপ্রিয় রথযাত্রা।
advertisement
1/9

সামনেই রথযাত্রা। আর রথ মানেই পুরী। কিন্তু কলকাতার রথ বললেই প্রথমে মনে আসে ইসকনের রথযাত্রা। এটি কলকাতার অন্যতম প্রধান ও জনপ্রিয় রথযাত্রা।
advertisement
2/9
বর্তমানে বহু মানুষ মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। পাশাপাশি কিছুদিন আগেই ওড়িশায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় দেশবাসী মানসিক ভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ভগবানের কাছে সকলের সুস্থতা জন্য প্রার্থনা জানাতে এ বছর কলকাতার রথযাত্রার থিম ‘মানসিক শান্তি’।
advertisement
3/9
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কের কাছে ৩সি, অ্যালবার্ট রোডের (উত্তম কুমার সরণী) ইসকন মন্দির থেকে ২০ জুলাই, ২০২৩ তারিখে রথযাত্রার উদ্বোধন করবেন তিনি।
advertisement
4/9
এদিন সকাল ৮টায় ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা ইসকন মন্দির থেকে তাঁদের নিজ নিজ রথে উঠবেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভগবান জগন্নাথের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নৃত্য পরিবেশন, নাটক, কীর্তন এবং ম্যাজিক শো-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
advertisement
5/9
দুপুর ১ টায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্যগোষ্ঠী নৃত্য পরিবেশন করবেন। দুপুর ২ টায় থেকে রথযাত্রা শুরু হবে।
advertisement
6/9
রথযাত্রার পথঃ মঙ্গলবার ২০ জুন, ২০২৩ মিন্টো পার্কের কাছে হাঙ্গরফোর্ড স্ট্রিট থেকে দুপুর ১:৩০ এ শুরু করে ৩সি অ্যালবার্ট রোড (ইসকন মন্দির) ->হাঙ্গরফোর্ড স্ট্রীট ->এজেসি বোস রোড->শরৎ বোস রোড->হাজরা রোড-> শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-> আশুতোষ মুখার্জি রোড-> চৌরঙ্গী রোড-> এক্সাইড মোড়-> জে এল নেহরু রোড-> আউটট্রাম রোড-> সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে থামবে।
advertisement
7/9
উল্টো রাথযাত্রা অর্থাৎ বুধবার ২৮ জুন ২০২৩ পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটট্রাম রোড থেকে দুপুর ১ টার থেকে শুরু হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড->আউটট্রাম রোড-বাম মোড়-জেএল নেহরু রোড- ধর্মতলা মোড়->এস.এন ব্যানার্জি রোড-> মৌলালি মোড়-> সি আই টি রোড-> সোহরাওয়ার্দী এভিনিউ-> পার্ক সার্কাস ৭ পয়েন্ট মোড়-> শেক্সপিয়ার সরণি-> হাঙ্গরফোর্ড স্ট্রিট-৩সি আলবার্ট রোড (ইসকন মন্দির) এসে পৌঁছাবে।
advertisement
8/9
রথযাত্রায় ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য তিনটি রথ থাকবে। এছাড়াও, চারটি মিনি ভ্যান থাকবে। শত শত ঢোল ও করতাল-সহ কীর্তনীয়রা কীর্তন পরিবেশন করবেন।
advertisement
9/9
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথযাত্রার মেলা উৎসব হবে ২১ জুন ২০২৩ থেকে ২৭ জুন ২০২৩ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৮:৩০ পর্যন্ত খোলা থাকবে। উপরন্তু, ২১ জুন থেকে (ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বিপরীতে) উত্সব চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত।