Cloudburst in Kolkata: বানভাসি কলকাতায় কি মেঘভাঙা বৃষ্টি হয়েছে? বিশ্লেষণ করে জানিয়ে দিল আবহাওয়া দফতর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Cloudburst in Kolkata: কলকাতায় মঙ্গলবার রাতে অতিবৃষ্টির জেরে বানভাসি হয়েছে মহানগর। এর জেরে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই বৃষ্টি কি মেঘভাঙা বৃষ্টি? প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
1/5

কলকাতায় মঙ্গলবার রাতে অতিবৃষ্টির জেরে বানভাসি হয়েছে মহানগর। এর জেরে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই বৃষ্টি কি মেঘভাঙা বৃষ্টি? প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল, ৭৮ এবং ৮৬ সালে। ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৭০ মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ বৃষ্টি হয়েছিল ২৬০ মিমি।
advertisement
3/5
এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতায় কি তবে মেঘভাঙা বৃষ্টি হল? এই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার নিম্ন চাপের প্রভাবেই অতিবৃষ্টি কলকাতায়। ক্লাউড বার্স্ট নয় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/5
ভোর রাত তিনটে থেকে চারটে সর্বোচ্চ আটানব্বই(৯৮) মিলিমিটার বৃষ্টি হয়েছে। এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে ক্লাউড বার্স্ট হয়েছে বলে ধরা হয়।
advertisement
5/5
কিন্তু সামান্য বৃষ্টি কম হওয়ার কারণে এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হচ্ছে না। তবে বৃষ্টির জেরে এখনও জলমগ্ন রাজ্যের বহু এলাকা।