Metro: মেট্রোর নতুন নিয়ম! চালু হল সব স্টেশনেই, না জেনে উঠে পড়বেন না যেন!
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের সব স্টেশনে যাত্রীরা কাউন্টার থেকে পেপার বেসড QR Code টিকিট কেটে যে কোনও স্টেশনে ভ্রমণ করতে পারবেন৷
advertisement
1/8

*অবশেষে ইস্ট ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই চালু হল কিউআর কোডযুক্ত কাগজের টিকিট। এ বার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের সব স্টেশনে চালু হল এই টিকিট। যাত্রীরা সব মেট্রো স্টেশনের কাউন্টার থেকে এই পেপার বেসড QR Code টিকিট কেটে ইস্ট-ওয়েস্ট করিডরের যে কোনও স্টেশনে ভ্রমণ করতে পারবেন৷ প্রতিবেদনঃ আবীর ঘোষাল। ফাইল ছবি।
advertisement
2/8
*নয়া এই পদ্ধতিটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। আগামীদিনে নতুন এই টিকিট জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। নতুন টিকিট সিস্টেম সফল করতে গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের সমস্ত AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
3/8
*কিছুদিন আগে শিয়ালদহ স্টেশনে এটি পরীক্ষামূলকবাবে চালু করা হয়েছিল। যাত্রীরা সাড়া দিয়েছিলেন পর্যবেক্ষণ করে, এই করিডোরের গোটা অংশ জুড়ে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট কার্যকর করে ফেলা হল। ফাইল ছবি।
advertisement
4/8
*মেট্রের উন্নয়নে একের পর এক পদক্ষেপ করে চলেছে কর্তৃপক্ষ। একাধিক করিডোরে একসঙ্গে চলছে কাজ। সম্প্রসারণের কাজ চলছে ইস্ট-ওয়েস্ট, জোকা-তারাতলা, ও নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরে। এই সমস্ত কাজ সমাপ্ত হলে যাত্রীদের আরও সুবিধা হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। ফাইল ছবি।
advertisement
5/8
*পরীক্ষামূলক ট্রায়ালটি সফল হলে টোকেন সিস্টেম ধীরে ধীরে অপসারণের পাশাপাশি এই গ্রিনলাইন করিডোরের সম্পূর্ণ অংশ জুড়েই পেপার QR কোড ভিত্তিক কাগজের টিকিট সিস্টেম চালু করা হবে। ফাইল ছবি।
advertisement
6/8
*যদিও মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, পরীক্ষামূলক এই কাগজের কিউ আর কোড টিকিট পরীক্ষামূলকভাবে চালু করলেও কাউন্টার থেকে টোকেনও জারি করা হবে এই সময়। ফাইল ছবি।
advertisement
7/8
*এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য যাত্রীদের মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাত্রী পরিষেবা আরও উন্নতমানের করে তুলতেই যুগান্তকারী এই পদক্ষেপ নিচ্ছে মেট্রো রেল। ফাইল ছবি।
advertisement
8/8
*মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই টিকিট অনেকটা সময় বাঁচাবে। ঝক্কি কম হবে যাত্রীদের। আগামীদিনে বাকি রুটেও এটা চালু করা যেতে পারে। ফাইল ছবি।