TRENDING:

কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ৩৭, দেখে নিন গোটা তালিকা

Last Updated:
কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৩১ থেকে বেড়ে হল ৩৭
advertisement
1/5
কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ৩৭, দেখে নিন গোটা তালিকা
কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ল কন্টেইনমেন্ট জোনও। আগস্ট মাসের শুরুতেই কলকাতা পুরসভা এলাকায় কন্টেইনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৩৭। জুলাই মাসের ২৪ তারিখ থেকে একটানা পুরসভা এলাকায় কনটেইনমেন্ট জন ছিল ৩১।
advertisement
2/5
উত্তরে সংক্রমিত এলাকা কমলেও কলকাতা পুরসভার কাছে মাথাব্যথার কারণ এখন পূর্ব কলকাতা ও দক্ষিণ-পূর্ব কলকাতা। পূর্ব কলকাতার বেলেঘাটা এলাকা এবং দক্ষিণ-পূর্ব এলাকার বাইপাস সংলগ্ন মুকুন্দপুর এবং পাটুলি এলাকা।
advertisement
3/5
সবথেকে বেশি কন্টেইনমেন্ট জোন রয়েছে তিন নম্বর বরোতে। সেখানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৩টি। ১২ নম্বর বরোতে কন্টেইনমেন্ট জোন রয়েছে ১০টি। ৯ নম্বর বরোতে কন্টেইনমেন্ট জন রয়েছে ৬টি। 8 নম্বর বরোতে ৪টি। ১৩ নম্বর বরোতে দুটি। ১০ ও ১৬ নম্বর বরোতে রয়েছে একটি করে কন্টেইনমেন্ট জোন। ১, ২, ৪, ৫, ৬, ৭, ১১ ,১৪ ও ১৫ এই নটি বরোতে কোন কন্টেইনমেন্ট জোন নেই।
advertisement
4/5
কলকাতা পুরসভার নতুন সংক্রমিত এলাকার তালিকায় বস্তি কম বহুতল বেশি। এই তালিকায় বস্তি এলাকা রয়েছে পাঁচটি, কমপ্লেক্স বা বহুতল রয়েছে দশটি, মাল্টিপল প্রেমিসেস রয়েছে ছটি, ফ্ল্যাট রয়েছে ছটি, মিক্সড এরিয়া রয়েছে নটি এবং মার্কেট বা বাজার এলাকা রয়েছে একটি।
advertisement
5/5
বস্তি এলাকা গুলি হল কলকাতা পুরসভার তিন নম্বর বরোর ৩৩ নম্বর ওয়ার্ডের জোড়া মন্দির বাজারের চাউল পট্টি এলাকা, মনসা মন্দির এলাকার সুরেন সরকার রোড ও মিলন মন্দির এলাকার সুরেন সরকার রোড। এছাড়াও তিন নম্বর বরোর ৩০ নম্বর ওয়ার্ডের ইউসি ব্যানার্জি রোডের বিবেকানন্দ স্কুল এলাকায়। কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর ১০৯ নম্বর ওয়ার্ডের মুকুন্দপুর এর দীনেশ নগর।
বাংলা খবর/ছবি/কলকাতা/
কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ৩৭, দেখে নিন গোটা তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল