TRENDING:

সামনেই কালীপুজো, শহরে কবে থেকে বসছে বাজি বাজার? কোথায় বসতে চলেছে বাজির সম্ভার?

Last Updated:
এই বছর ২০ অক্টোবর পালিত হতে চলেছে কালীপুজো আর ঠিক তার আগেই শহরে বসতে চলেছে বাজি বাজার। শহরের বিভিন্ন প্রান্তেই বসে বাজি বাজার। দেখে নেওয়া যাক কোথায় এবং কবে থেকে বসতে চলেছে বাজি বাজার।
advertisement
1/5
সামনেই কালীপুজো, শহরে কবে থেকে বসছে বাজি বাজার? কোথায় বসতে চলেছে বাজির সম্ভার?
কালীপুজো আসতে বাকি আর এক সপ্তাহ, আলোর উৎসবে আলোকিত হতে চলেছে রাজ্য থেকে গোটা দেশ। কিন্তু, আলোর উৎসবের মাঝেই শব্দবাজির তাণ্ডব নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বান্ধব বাজি কেনার উপর জোর দিতে এবং নিষিদ্ধ শব্দবাজি বন্ধ করতে শুরু হয়েছে ধরপাকড়।
advertisement
2/5
কলকাতার পুলিশের এলাকায় মোট ৪টি বাজির বাজার বসতে চলেছে। মূলত শহিদ মিনার সংলগ্ন ময়দান মাঠ, উত্তর কলকাতার টালা, দক্ষিণ কলকাতার বেহালা এবং ইএম বাইপাস লাগোয়া কালিকাপুরে বসতে চলেছে।
advertisement
3/5
কিন্তু, এই বাজি বাজারে বেশ কিছু শর্ত আরোপ করেছে পুলিশ। ওই বাজারে বিক্রি করা যাবে না কোনওরকম শব্দবাজি। শুধুমাত্র, গ্রিন বাজিই বিক্রি করা যাবে ওইসব বাজি বাজারে। এই মর্মে গত ৬ অক্টোবরেই একটি নির্দেশিকা জারি করেছে প্রশাসন।
advertisement
4/5
কবে থেকে বসবে এই বাজার?আগামী ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বসবে এই বাজি বাজার। ানাজ গিয়েছে, ময়দানের বাজি বাজারে মোট ৫০টি দোকান থাকবে। টালার বাজি বাজারে থাকবে মোট ৪৪টি দোকান। গ্রিন বাজিই কেবলমাত্র বিক্রি করা যাবে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।
advertisement
5/5
কীভাবে চেনা যাবে গ্রিন বাজি?জানা গিয়েছে, শুধুমাত্র নিরি অনুমোদিত বাজি বিক্রিরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বাজির প্যাকেটেই কিউআর কোড থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করলেই সেই বাজির সম্বন্ধে জানা যাবে। প্রস্তুতকারক সংস্থা, সেই বাজির নাম, সেই বাজির যৌগ থেকে যাবতীয় তথ্য সব পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
সামনেই কালীপুজো, শহরে কবে থেকে বসছে বাজি বাজার? কোথায় বসতে চলেছে বাজির সম্ভার?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল