New Route Mero Timings: খোলনলচে বদলে গেল কলকাতা মেট্রো পরিষেবার, সোমবার থেকে সব রুটে চালু পুরোদমে সার্ভিস, কখন কোথা থেকে ছাড়বে মেট্রো
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
New Route Mero Timings: কোন রুটে, কখন মেট্রো? বিস্তারিত জেনে নিন, সোম থেকে পরিষেবা শুরু ইয়েলো ও অরেঞ্জ লাইনে
advertisement
1/8

কলকাতা: লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি হাওড়ায় একটি পাতাল রেল সহ শহরে তিনটি নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন। তাঁর উদ্বোধন করা অংশগুলিতে মেট্রো পরিষেবারও উদ্বোধন করেছেন তিনি। এখন ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনের পুরো অংশ এবং অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে মেট্রো চলাচল করবে।
advertisement
2/8
হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত সবুজ লাইনের লাইন: (সোমবার - শনিবার)সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এই লাইনে মোট ১৮৬টি পরিষেবা (হাওড়া ময়দান থেকে ৯৩টি পরিষেবা এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে ৯৩টি পরিষেবা) পাওয়া যাবে। উভয় দিকে ৮ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।
advertisement
3/8
প্রথম পরিষেবা:হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ০৬:৩০এ০৬:৩২এ সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দানশেষ পরিষেবা:হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত রাত ২১.৪৫ মিনিটেসল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ২১.৪৭ মিনিটে
advertisement
4/8
রবিবাররবিবার এই স্ট্রেচে মোট ১০৪টি পরিষেবা (হাওড়া ময়দান থেকে ৫২টি পরিষেবা এবং সল্টলেক সেক্টর V থেকে ৫২টি পরিষেবা) পাওয়া যাবে। উভয় দিকে ১৫ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।প্রথম পরিষেবা:হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সকাল ৯:০০ এসল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ৯:০২ এশেষ পরিষেবা:সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ৯:৪৫ এসল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ২১:৪৭ এ
advertisement
5/8
২৫.০৮.২০২৫ (সোমবার) থেকে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত কমলা লাইনে (অরেঞ্জ লাইন)সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই লাইনে দৈনিক মোট ৬০টি পরিষেবা (কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত ৩০টি পরিষেবা এবং বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত ৩০টি পরিষেবা) পাওয়া যাবে। পরিষেবাগুলি ২৫ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে।
advertisement
6/8
প্রথম পরিষেবা:কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত ০৮:০০ তেবেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত ০৮:০০ তেশেষ পরিষেবা:কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত রাত ০৮:০৫ এ বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্তশনিবার এবং রবিবার পরিষেবা পাওয়া যাবে না।
advertisement
7/8
২৫.০৮.২০২৫ (সোমবার) থেকে - নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের লাইন (ইয়েলো লাইন): (সোমবার - শুক্রবার)এই স্ট্রেচে প্রতিদিন মোট ১২০টি পরিষেবা (নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ৬০টি পরিষেবা এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ৬০টি পরিষেবা) পাওয়া যাবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষেবাগুলি পাওয়া যাবে। এই স্ট্রেচে ১০-১৫ মিনিটের ব্যবধানে পরিষেবাগুলি পাওয়া যাবে।
advertisement
8/8
প্রথম পরিষেবা:নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ০৭:৫৮ এজয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ০৭:৫৮ এশেষ পরিষেবা:রাত ৮:০০এ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরজয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াশনিবার এবং রবিবার পরিষেবাগুলি উপলব্ধ থাকবে না। Input- Abir Ghosal