TRENDING:

West Bengal Weather Update: মেগা অ্যালার্ট আবহাওয়ার, ভোল বদলাতে বেশি দেরি নেই, তুমুল-তোলপাড় বৃষ্টিতে নাকাল অবস্থা

Last Updated:
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্র-বিদ্যুৎ- সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ফের ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷
advertisement
1/14
মেগা অ্যালার্ট আবহাওয়ার, ভোল বদলাতে বেশি দেরি নেই,তুমুল-তোলপাড় বৃষ্টিতে নাকাল
West Bengal Weather Update: রাত পোহালেই বঙ্গোপসাগরে ফের তৈরি হবে নয়া ঘূর্ণাবর্ত৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে চলছে বলে নিজেদের লেটেস্ট ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ ফলে সপ্তাহের মাঝখান থেকে ফের একবার তোলপাড় করা আবহাওয়া দেখবে পশ্চিমবঙ্গবাসী৷ কলকাতা ওয়েদার আপডেটেও তাই এর প্রভাব পড়বেই৷
advertisement
2/14
এদিকে আজ কলকাতার ওয়েদার আপডেট ফের একবার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল হবে মানুষকে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
advertisement
3/14
আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ যা ডেঞ্জারাসলি হিউমিড অর্থাৎ মারাত্মক আর্দ্রর ক্যাটাগরিতে পড়ে৷ এর ফলে সর্বোচ্চ ফিল লাইক তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রির কোঠা ছাড়াবে৷ বেলা এগারোটা নাগাদ ফিল লাইক তাপমাত্রা হতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
4/14
এদিকে আজও কলকাতায় ইতঃস্তত-বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল৷ হতে পারে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিও৷
advertisement
5/14
এদিকে মঙ্গলবার তৈরি হতে চলা নতুন  এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷  এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার তুলকালাম , তোলপাড় হবে দক্ষিণবঙ্গে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী থাকবে।
advertisement
6/14
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হালকা ও ইতঃস্তত, বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ হতে পারে বজ্র-বিদ্যুৎ -সহ বৃষ্টিও৷ তবে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে সর্বত্র৷
advertisement
7/14
বাড়ছে তাপমাত্রা কমছে বৃষ্টি।  আর্দ্রতাজনিত অস্বস্তিও দিনভর। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। তবে বুধবার থেকে এই ছবিটা ফের বদলে যাবে৷
advertisement
8/14
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সপ্তাহের মাঝেই হাওয়া বদল। ফের  বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গে।
advertisement
9/14
বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে মঙ্গলবার। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। বুধবার থেকে রবিবারের মধ্যে তাই তোলপাড় বৃষ্টি৷
advertisement
10/14
এদিকে  সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিকানির, কোটা, সাগর, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি  সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের সক্রিয় সিস্টেম  মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করছে৷
advertisement
11/14
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্র-বিদ্যুৎ- সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ফের ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷
advertisement
12/14
মঙ্গলবার থেকে  হাওয়াবদলে ফের খানিকটা স্বস্তি মিলবে৷  বুধবার থেকে রবিবারের মধ্যে আরও একটি বৃষ্টির স্পেল মূলত দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়৷ বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
13/14
উত্তরবঙ্গে হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি।
advertisement
14/14
এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা  কম থাকবে। এদিকে সপ্তাহের মাঝখান থেকে দক্ষিণ বৃষ্টি বৃদ্ধি পেলেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে৷ বাড়বে তাপমাত্রা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: মেগা অ্যালার্ট আবহাওয়ার, ভোল বদলাতে বেশি দেরি নেই, তুমুল-তোলপাড় বৃষ্টিতে নাকাল অবস্থা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল