১৩ ডিগ্রির নীচে নামবে পারদ! দু'দিন বাদেই ব্যাপক ভোলবদল, আবহাওয়ার বড় আপডেট!
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/11

সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের পারা পতনের শুরু। রবিবার ১৩ ডিগ্রির নীচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আগামী দু'দিন কুয়াশা থাকবে রাজ্যে।
advertisement
2/11
বুধবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। এরকমই থাকবে আবহাওয়া। বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় মূলত আকাশে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বৃহস্পতিবার থেকে পরিবর্তন হবে তাপমাত্রার।
advertisement
3/11
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/11
দার্জিলিং ও কালিম্পং-এ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা আগামী ২৪ ঘন্টায়।
advertisement
5/11
আগামী চার থেকে পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ। উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে। বৃহস্পতিবারের পর উত্তুরে হওয়ার দাপট ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
advertisement
6/11
সপ্তাহের শেষে শনি ও রবিবার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি বা তার নীচে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রীর নিচে নেমে যাবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে। শীতের এই পর্বে রাজ্যের দু এক জায়গায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি হতে পারে।
advertisement
7/11
আগামী ২৪ ঘণ্টা পর উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই হুহু করে শীতল হাওয়া ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। ২৪ ঘন্টা পর থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
advertisement
8/11
একইভাবে মধ্য ভারতেও তাপমাত্রা কমবে আগামী ২৪ ঘন্টা পর থেকে। আগামী দু'দিন আবহাওয়া একই রকম থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃহস্পতিবার থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা কমতে শুরু করবে। পরবর্তী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
advertisement
9/11
রাজস্থান ও পঞ্জাবে চরম শৈত্য প্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। শুক্রবার পর্যন্ত রাজস্থানে এবং বুধবার পর্যন্ত পঞ্জাবে চরম শৈত্য প্রবাহের সতর্কবার্তা। শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে হিমাচল প্রদেশে শুক্রবার পর্যন্ত।
advertisement
10/11
হরিয়ানা চন্ডিগড় এবং দেশের রাজধানী দিল্লিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। একইসঙ্গে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে আগামী পাঁচ দিনের জন্য শীতল দিনের পরিস্থিতি। ঘন কুয়াশার দাপট পঞ্জাব বিহার হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে আগামী পাঁচ দিন। কুয়াশা সতর্কতা রয়েছে এই রাজ্যগুলির জন্য আবহাওয়া দফতরের।
advertisement
11/11
বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘণ্টার জন্য। এছাড়াও ঘন কুয়াশার চাদরে মুড়বে হিমাচলপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, উত্তরবঙ্গ, অসম এবং ত্রিপুরা। আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে এই এলাকাগুলোতে।