TRENDING:

Cyclone Asani| KMC Control Room|| শক্তি বাড়াচ্ছে 'অশনি', বিপর্যয় মোকাবিলায় কলকাতা-হাওড়ায় কন্ট্রোলরুম, জানুন নম্বর...

Last Updated:
KMC and Howrah Municipality Emergency Control Room: অশনি মোকাবিলায় চালু হয়েছে কন্ট্রোল রুম। কলকাতা এবং দুই ২৪ পরগণায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভায় ৪৮ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হল।
advertisement
1/6
শক্তি বাড়াচ্ছে 'অশনি', বিপর্যয় মোকাবিলায় কলকাতা-হাওড়ায় কন্ট্রোলরুম, জানুন নম্বর
*সাইক্লোন 'অশনি' ধেয়ে আসছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করল কলকাতা এবনহ হাওড়া পুরসভা। প্রতীকী ছবি। 
advertisement
2/6
*মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই সাইক্লোন উত্তর-পশ্চিমের দিকে এগোচ্ছে৷ গত ৬ ঘণ্টায় জলভাগের ওপর গতি বাড়িয়েছে অশনি সাইক্লোন৷ এই মুহূর্তে জলভাগের ওপর ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোবে৷ প্রতীকী ছবি। 
advertisement
3/6
*অশনি মোকাবিলায় চালু হয়েছে কন্ট্রোল রুম। কলকাতা এবং দুই ২৪ পরগণায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভায় ৪৮ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হল। প্রতীকী ছবি। 
advertisement
4/6
 *আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার আশঙ্কা। কলকাতা-সহ উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। প্রতীকী ছবি। 
advertisement
5/6
*কলকাতা পুরসভার কন্ট্রোলরুম নম্বর ০৩৩ ২২৮৬১২১২ (033 22861212), ০৩৩ ২২৮৬১৩১৩ (033-22861313), ০৩৩ ২২৮৬১৪১৪ (033 22861414)। এ ছাড়াও বিভিন্ন বরোর দায়িত্বে রয়েছেন মেয়র পারিষদরা। প্রতীকী ছবি। 
advertisement
6/6
*এ দিকে ১০-১২মে পর্যন্ত ছুটি বাতিলের ঘোষণা করেছে হাওড়া পুরসভা। ১০-১২মে হাওড়া পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। হাওড়া পুরসভার কন্ট্রোল রুম নম্বর ৬২৯২২৩২৮৭০ (6292232870) এবং ৬২৯২২৩২৮৭১ (6292232871)। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Cyclone Asani| KMC Control Room|| শক্তি বাড়াচ্ছে 'অশনি', বিপর্যয় মোকাবিলায় কলকাতা-হাওড়ায় কন্ট্রোলরুম, জানুন নম্বর...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল