Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় সকাল থেকে জনসমুদ্র তারাপীঠ মন্দিরে, পুজো দেওয়া হল মমতা-অভিষেকের নামে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তারা মায়ের কাছে পুজো দেওয়া হয়।
advertisement
1/6

আজ কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার আগেই সাজিয়ে তোলা হয়েছিল তারাপীঠ মন্দির চত্বর। করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ এলাকা।
advertisement
2/6
এই বিশেষ তিথিতে বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সকালেই মন্দিরে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তারা মায়ের কাছে পুজো দেন তিনি।
advertisement
3/6
১০০০ পুলিশকর্মী, ১৭০০ সিভিক ভলান্টিয়ার, ১১ টি ওয়াচ টাওয়ার, উচু নির্মাণগুলির ছাদ থেকে পুলিশি নজরদারি, ড্রোন দিয়ে নজরদারি-এক কথায় কৌশিকী অমাবস্যার কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ সংলগ্ন সমগ্র এলাকা।
advertisement
4/6
আজ তারাপীঠ-সহ সব কালীতীর্থ, বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটি। সকাল থেকে ভক্তদের ডল নেমেছে তারাপীঠে। ভোরের আরতির পর রাজবেশে মা তারার আরাধনা চলছে।
advertisement
5/6
ভোরবেলায় মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে, মঙ্গলারতি হয়ে থাকে পাঁচ প্রকারের ফল দিয়ে পাঁচ রকমের মিষ্টি সহযোগে ৷
advertisement
6/6
এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্যা এবং রাত্রে। এরমধ্যে দুপুরে দেওয়া হয় অন্নভোগ।