Kali Puja| Diwali 2022|| বিরাট খবর! কালীপুজো, ছট মিলিয়ে সরকারি কর্মীদের টানা ছুটি! রইল লম্বা তালিকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kali Puja to Chhath Puja 2022 leave: কালীপুজোর থেকে ছটপুজো পর্যন্ত মাত্র একদিন অফিস করলেই বাকিটা ছুটি আর ছুটি। ফলে সেই একটা দিন কোনওভাবে ম্যানেজ করে ছুটি নিয়ে নিতে পারেন, তাহলে টানা ন’দিন দশ রাতের সময় নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে পারবেন।
advertisement
1/8

*দীপাবলির আগে বিরাট খুশির খবর। মাঝে একদিন মাত্র কর্মদিবস, তা বাদ দিলে ২২ অক্টোবর থেকে টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারীরা। ফাইল ছবি।
advertisement
2/8
*কালীপুজোর থেকে ছটপুজো পর্যন্ত মাত্র একদিন অফিস করলেই বাকিটা ছুটি আর ছুটি। ফলে সেই একটা দিন কোনওভাবে ম্যানেজ করে ছুটি নিয়ে নিতে পারেন, তাহলে টানা ন’দিন দশ রাতের সময় নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে পারবেন। ফাইল ছবি।
advertisement
3/8
*কালীপুজো পড়েছে সোমবার, ২৪ অক্টোবর। তার আগে ২২ এবং ২৩ অক্টোবর শনিবার ও রবিবার, তাই এমনিই ছুটি। ফাইল ছবি।
advertisement
4/8
*কালীপুজো উপলক্ষে বাড়তি দু’টি ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ২৪ তারিখের পর ২৫ ও ২৬ অক্টোবর ছুটি। ফাইল ছবি।
advertisement
5/8
*ভাইফোঁটা ২৭ অক্টোবর। সেদিনও ছুটি। এই আবহে ২২-২৭ অক্টোবর টানা ছুটি। এরপর ২৮ অক্টোবর শুক্রবার মাত্র একদিনের অফিস। ফাইল ছবি।
advertisement
6/8
*তবে ২৮ তারিখ কেউ ছুটি নিতে পারলেও অসুবিধা নেই, ২১ রাতে ট্রেনে বা বাসে বা বিমানে চাপতে পারলেই ২৭ তারিখ পর্যন্ত ৬ দিন টাকা ছুটি কাটানোর সুযোগ থাকছে। ফাইল ছবি।
advertisement
7/8
*২৯ অক্টোবর শনিবার। ৩০ অক্টোবর রবিবার ছটপুজো। ছট উপলক্ষে ৩১ অক্টোবর সোমবার রাজ্য সরকারি ছুটি। সব মিলিয়ে ২২-৩১ অক্টোবর পর্যন্ত ছুটি আর ছুটি, মাত্র একদিন খোলা থাকবে অফিস। ফাইল ছবি।
advertisement
8/8
*রাজ্যের এই টানা ছুটির কথা কানে আসতেই ট্রেন, বাসের টিকিট হু হু করে কমতে শুরু করেছে। শৈলশহর থেকে বিচের ধারের হোটেল বুকিংও চলছে ঝড়ের গতিতে। তবে আর দেরী নেই। আগামিকাল অফিস করেই বেড়িয়ে পড়ুন গন্তব্যের উদ্দেশে। ফাইল ছবি।