TRENDING:

Diwali 2024 Holiday List: কালীপুজো-দীপাবলিতে টানা কতদিন ছুটি? কত তারিখ থেকে কবে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ-অফিস? রইল তালিকা

Last Updated:
Kali Puja-Diwali 2024 Holiday List: মা দুর্গা বিদায় নিতেই শুরু হয়ে গেল মা কালীর আগমনের অপেক্ষায় দিন গোনা। এবারের দীপাবলিতে টানা ৪ দিনের ছুটি, ফলে আনন্দের সীমা নেই বঙ্গবাসীর।
advertisement
1/8
কালীপুজো-দীপাবলিতে কতদিন ছুটি? কত তারিখ থেকে কবে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ-অফিস?
*দুর্গোত্‍সবে ইতি। আজ কলকাতায় দুর্গাপুজো কার্নিভ্যালের মধ্যে দিয়ে উৎসবের শুভ সমাপ্তি হবে। তবে উৎসবের পালা এখনও শেষ হয়নি। সামনে এবার কালীপুজো ও দীপাবলি। মা দুর্গা বিদায় নিতেই শুরু হয়ে গেল মা কালীর আগমনের অপেক্ষায় দিন গোনা। এবারের দীপাবলিতে টানা ৪ দিনের ছুটি, ফলে আনন্দের সীমা নেই বঙ্গবাসীর। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*এ বছর কবে পড়েছে কালীপুজো, কবে পালিত হবে দীপাবলি? কবে ভাইফোঁটা? সংগৃহীত ছবি।
advertisement
3/8
*দেশজুড়ে দীপাবলির উত্‍সব চলে পাঁচ দিন। প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। এদিন সোনা রুপোর গয়না, বাসন, ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এ দিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*দীপাবলির তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে হয় মা কালীর আরাধনা। অনেকে এদিন দ্বীপান্বিতা লক্ষ্মী পুজোও করেন। অবাঙালিরা লক্ষ্মী ও গণেশের পুজো করেন। তারপরের দিন গোবর্ধন পুজো। আর তারপরের দিন ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*এ বছর দু-দিন ধরে পালিত হবে দীপাবলি। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর, দুদিন ধরে চলবে দীপ উত্‍সব। কালীপুজো পালিত হবে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার। কার্তিক অমাবস্যা তিথি শুরু হবে ৩১ অক্টোবর বেলা ৩টে ৫৫ মিনিটে। সেদিন রাতেই হবে মা কালীর আরাধনা। পরেরদিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। সেই দিনটি পালিত হবে দিওয়ালি হিসেবে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*ধনতেরস ও ভূত চতুর্দশী ২০২৪। এ বছর ধনতেরস পালিত হবে ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার। তারপরের দিন ৩০ অক্টোবর ২০২৪ বুধবারে পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*গোবর্ধন পুজো পালিত হবে ২ নভেম্বর ২০২৪ শনিবার। ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়া ৩ নভেম্বর ২০২৪ রবিবার। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*এবার পাঁচ নয়, ছয় দিন ধরে চলবে দীপাবলির উত্‍সব। কালীপুজো, দীপাবলি, ও শনি রবি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Diwali 2024 Holiday List: কালীপুজো-দীপাবলিতে টানা কতদিন ছুটি? কত তারিখ থেকে কবে পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ-অফিস? রইল তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল