Cyclone Sitrang Alert|| কালীপুজোর সকালেই নামবে দুর্যোগ, রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Cyclone Sitrang Latest Forecast: ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার উপকূলের অংশে এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
advertisement
1/14

*রবিবার থেকে উপকূলে আবহাওয়ার পরিবর্তন। সোম ও মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার উপকূল এলাকায় ক্ষতির আশঙ্কা। আশঙ্কা না থাকলেও প্রভাব পড়বে কলকাতাতেও। ঝোড়ো হওয়ার থেকে বৃষ্টির আশঙ্কা বেশি। প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা। প্রতীকী ছবি।
advertisement
2/14
*আন্দামান সাগরের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আজকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার অভিমুখ পরিবর্তন হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকের পরিবর্তে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। রবিবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আবার দিক পরিবর্তন করে উত্তর দিক বরাবর এগোবে। প্রতীকী ছবি।
advertisement
3/14
*পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর আবারও গতিপথ পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়। শক্তি বাড়িয়ে মঙ্গলবার এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে। প্রতীকী ছবি।
advertisement
4/14
*বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর সমুদ্রে অবস্থান করবে মঙ্গলবার। ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে? কতটা শক্তিশালী হবে? তা নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
advertisement
5/14
*তবে এটি রাজ্যের উপকূল ছাড়িয়ে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে এটুকু নিশ্চিত আবহাওয়া দফতর। সম্ভবত বাংলাদেশের সুন্দরবন এলাকা দিয়ে একটি স্থলভাগে ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা। প্রতীকী ছবি।
advertisement
6/14
*ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তায় বলা হয়েছে শনিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে এবং রবিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা। প্রতীকী ছবি।
advertisement
7/14
*পর্যটকদের নিয়ন্ত্রিতভাবে সমুদ্রে যেতে পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক খেলাধুলো কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সুন্দরবন এলাকায় সমস্ত ফেরি সার্ভিস সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
advertisement
8/14
*ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার উপকূলের অংশে এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তিন জেলাতেই ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার। সোমবারেও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ থেকে ৬৫ কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। প্রতীকী ছবি।
advertisement
9/14
*কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ২৫ অক্টোবর, মঙ্গলবার ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এই জেলাগুলির বেশ কিছু অংশে। প্রতীকী ছবি।
advertisement
10/14
*তবে হালকা ঝোড়ো হওয়া শুরু হবে সোমবার থেকেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা। প্রতীকী ছবি।
advertisement
11/14
*কলকাতায় আজও কাল মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালে ও রাতের দিকে মনোরম পরিবেশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। প্রতীকী ছবি।
advertisement
12/14
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬-৮৬ শতাংশ। বৃষ্টি হয়নি। প্রতীকী ছবি।
advertisement
13/14
*বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যসহ উত্তর পশ্চিম এবং মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। এই মুহূর্তে বর্ষার বিদায় রেখা কাকিনাড়ার উপর দিয়ে রয়েছে। আগামী কয়েকদিনে বর্ষা বিদায় নিতে পারে সারা দেশ থেকে। প্রতীকী ছবি।
advertisement
14/14
*আগামী ৩-৪ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি, কেরল ও মাহেতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উড়িষ্যাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি সোমবার-বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। অসম, মেঘালয়-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পশ্চিম হিমালয়ের কিছু অংশে। প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা। প্রতীকী ছবি।