Weather: কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বাংলা! ৫ দিন ঝড়বৃষ্টি-বজ্রপাতে তোলপাড় উত্তর-দক্ষিণ! সতর্ক করলেন রাজ্যপাল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
IMD West Bengal Weather Alert: ১৯-২৩ মার্চ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে।
advertisement
1/10

*কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বাংলা। শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে। এ প্রসঙ্গে আবহাওয়া দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হলুদ ও কমলা সতর্কতাও জারি হয়েছে রাজ্যে, তা নিয়ে কথা বলেছেন রাজ্যপাল। প্রতিবেদনঃ সোমরাজ বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বজিৎ সাহা। ফাইল ছবি।
advertisement
2/10
*আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার তাণ্ডবে ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি। এ দিন এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ ফাইল ছবি।
advertisement
3/10
*১৯-২৩ মার্চ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ১৯-২৩ মার্চ এবং দক্ষিণবঙ্গে ১৯-২১ মার্চ তোলপাড় হবে আবহাওয়া। ফাইল ছবি।
advertisement
4/10
*দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। ফাইল ছবি।
advertisement
5/10
*আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেন, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাইল ছবি।
advertisement
6/10
*দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ফাইল ছবি।
advertisement
7/10
*শুক্রবার, ২২ মার্চ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। ফাইল ছবি।
advertisement
8/10
*আজ মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। তবে বৃষ্টি ক্রমশ বাড়বে আগামিকাল থেকে, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। শনিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। ফাইল ছবি।
advertisement
9/10
*মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের উপরে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে। যার প্রভাবেও রাজ্যে বৃষ্টি হবে৷ ফাইল ছবি।
advertisement
10/10
*দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। এ প্রসঙ্গে আবহাওয়া দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফাইল ছবি।