West Bengal Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের এই ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস! বইতে পারে ঝোড়ো হাওয়া
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Kalbaisakhi Update: আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় দেখা দিতে পারে।
advertisement
1/7

সন্ধ্যায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই রাজ্যের একাধিক জেলায় নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
advertisement
2/7
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় দেখা দিতে পারে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
advertisement
3/7
বজ্রপাতের সময় প্রাণহানির আশঙ্কা কমাতে মানুষজনকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
advertisement
4/7
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ঠিকই তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/7
আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও।
advertisement
6/7
প্রসঙ্গত উল্লেখ্য, এবার সময়ের আগেই রাজ্যে আসার কথা ছিল বর্ষার। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আপাতত গতি হারিয়েছে। আগামী চার দিনের মধ্যে তাপমাত্রাও প্রায় ২-৩° সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে বলেও আশঙ্কা হাওয়া অফিসের।
advertisement
7/7
বৃহস্পতিবার দুপুর থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৭ মে সকালের মধ্যে কলকাতার বেশ কিছু জায়গায় হতে পারে হালকা বৃষ্টিও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন জেলাগুলিতেও। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫°সেলসিয়াস এবং ২৮°সেলসিয়াস।