TRENDING:

Jamaishosthi Liquor Sale: সুরাপানে চমক 'জামাইদের'! জামাইষষ্ঠীতে রাজ্যে রেকর্ড মদ বিক্রি! এগিয়ে কোন জেলা?

Last Updated:
Jamaishosthi Liquor Sale: একে শাশুড়ি-জামাইদের বিশেষ দিন, তার ওপর এই বছর জামাইষষ্ঠী রবিবারে পড়ায় ছিল বাড়তি উৎসাহও। আর তারই জেরে চলতি বছরের জামাইষষ্ঠীর দিন রাজ্যে এক অভিনব রেকর্ড তৈরি হল।
advertisement
1/9
সুরাপানে চমক 'জামাইদের'! জামাইষষ্ঠীতে রাজ্যে রেকর্ড মদ বিক্রি! এগিয়ে কোন জেলা?
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের অন্যতম উৎসব হল জামাইষষ্ঠী। এই দিনে শ্বশুরবাড়িতে নতুন নতুন পদ আর জামাইদের কব্জি ডুবিয়ে খাওয়ার ছবি দেখতেই অভ্যস্ত আমরা। প্রতি বছরের মত এই বছরও সেই ছবি দেখা গিয়েছে।
advertisement
2/9
একে শাশুড়ি-জামাইদের বিশেষ দিন, তার ওপর এই বছর জামাইষষ্ঠী রবিবারে পড়ায় ছিল বাড়তি উৎসাহও। আর তারই জেরে চলতি বছরের জামাইষষ্ঠীর দিন রাজ্যে এক অভিনব রেকর্ড তৈরি হল (Jamaishosthi Liquor Sale)।
advertisement
3/9
জানা গিয়েছে, বিশেষ এই দিনে বিপুলহারে মদ বিক্রি হয়েছে রাজ্যে। সেই সংক্রান্ত বিস্তারিত পরিসংখ্যানও সামনে এসেছে। এদিকে, এই পরিমান মদ বিক্রির ঘটনা অবাক করেছে আবগারি দফতরের আধিকারিকদেরও। মদ বিক্রির নিরিখে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। অর্থাৎ, শহর কলকাতাকেও পিছনে ফেলে দিয়েছে এই জেলাটি।
advertisement
4/9
মাত্র একদিনে মদ বিক্রির পরিমাণ দেখে চোখ কপালে ওঠার জোগার আবগারি দফতরের আধিকারিকদের! বড়দিন থেকে শুরু করে নিউ ইয়ারে যে পরিমাণ মদ বিক্রি হয়, তার সঙ্গে জামাইষষ্ঠীতে মদ বিক্রির পরিমাণ রীতিমতো পাল্লা দিয়েছে।
advertisement
5/9
এ প্রসঙ্গে আবগারি দফতরের এক কর্তা বলেন, "বড়দিন ও বর্ষবরণের রাতে রাজ্যে মদ বিক্রির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয় সেই সময়। তবে এবার জামাইষষ্ঠীতেও মদ বিক্রির পরিমাণ বেড়েছে অনেকটাই। জামাইষষ্ঠীতেও রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। যা দেখে আমরাও বেশ অবাক হয়ে গিয়েছি।"
advertisement
6/9
আবগারি দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র জামাইষষ্ঠীতে পূর্ব মেদিনীপুরের লাইসেন্স প্রাপ্ত ২৬৮টি দোকান থেকে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৫ হাজার ৮০৫ টাকার মদ বিক্রি হয়েছে। তার মধ্যে দেশি মদ ৮৪ হাজার ২২৩ লিটার, বিদেশি মদ ২৭ হাজার ৭৬৬ লিটার ও বিয়ার বিক্রি হয়েছে ৪৫ হাজার ৯৬৬ লিটার।
advertisement
7/9
তবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরই নয়, মদ বিক্রির দিক থেকে পিছিয়ে নেই কোচবিহারও। জামাইষষ্ঠীতে কোচবিহারের লাইসেন্স প্রাপ্ত প্রায় ৫৪টি মদের দোকান থেকে মোট ১ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৪৪ টাকার মদ বিক্রি হয়েছে। তার মধ্যে দেশি মদ ৩৮ হাজার ৮৮৭, বিদেশি মদ ৭ হাজার ২৪ ও বিয়ার বিক্রি হয়েছে ১২ হাজার ৫৭৬ লিটার।
advertisement
8/9
রাজ্য আবগারি শুল্ক কমিয়ে দেওয়ায় রাজ্যে মদের দাম অনেকটাই কমে গিয়েছে। বলা ভালো, বিলিতি মদ এখন মধ্যবিত্তর অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। কিন্তু, তারপরও সাধারণ মানুষের মধ্যে দেশি মদের চাহিদা লক্ষ্য করা গিয়েছে। অন্ততপক্ষে আবগারি দফতরের পরিসংখ্যান থেকেই তা বেশ স্পষ্ট। আর তার জেরেই শুধুমাত্র জামাইষষ্ঠীতেই রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল রাজ্যে। যা দেখে চোখ কপালে উঠছে দফতরের কর্তাদের।
advertisement
9/9
অন্ততপক্ষে আবগারি দফতরের পরিসংখ্যান থেকেই তা বেশ স্পষ্ট। আর তার জেরেই শুধুমাত্র জামাইষষ্ঠীতেই রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল রাজ্যে। যা দেখে চোখ কপালে উঠছে দফতরের কর্তাদের।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Jamaishosthi Liquor Sale: সুরাপানে চমক 'জামাইদের'! জামাইষষ্ঠীতে রাজ্যে রেকর্ড মদ বিক্রি! এগিয়ে কোন জেলা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল