Children Fever Jalpaiguri| ঝড়ের বেগে জ্বরে কাবু শিশুরা! অবশেষে সামনে এল কারণ, মোকাবিলায় যে ব্যবস্থা...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Children Fever Jalpaiguri| গত কয়েকদিনে ঘুম উড়েছে অভিভাবকদের। রাজ্য জুড়েই শিশুদের শরীরে হানা দিচ্ছে জ্বর। নমুনা পরীক্ষায় বোঝা গেল কারণ-
advertisement
1/6

গোটা রাজ্যের ঘুম কেড়েছে শিশুদের অজানা জ্বর। এর মধ্যে জলপাইগুড়ি, ধূপগুড়ি এলাকায় সংক্রমণের হার নিয়ে উদ্বেগ বাড়ছিল লাখো অভিভাবকের। এই আবহেই জ্বরের কারণ খুঁজে পাওয়া গেল। কেন এই জ্বর, কী ভাবে মোকাবিলা করবেন চিকিৎসকরা, জেনে নিন সব তথ্য-
advertisement
2/6
জলপাইগুড়ির অজানা জ্বরের ১০ টি নমুনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছিল। তার মধ্যে দুটির ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস এবং দুটির ক্ষেত্রে আরএস ভাইরাস পাওয়া গিয়েছে।
advertisement
3/6
একটি নমুনার ক্ষেত্রে এই দুটি ভাইরাস এর মিশ্রন পাওয়া গিয়েছে। বাকি ৩ টি নমুনার কোনও পজিটিভ ফল পাওয়া যায়নি। প্যারা ইনফ্লুয়েঞ্জা হতে পারে বলে অনুমান।ত বে এই ৩টি নমুনা আবার পরে পরীক্ষা করা হবে।
advertisement
4/6
কী ব্যবস্থা আগামীতে- বুধবারই বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয় এই নমুনা সামনে আসার পর। সেখানে চিকিৎসা প্রটোকল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ম্যালেরিয়া, ডেঙ্গি, স্ক্রাব টাইফাস-সহ এই ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ আলাদা করে চিকিৎসা করতে হবে।
advertisement
5/6
অন্য দিকে ভাইরাল জ্বর, ইনফ্লুয়েঞ্জা এগুলির আলাদা চিকিৎসা করতে হবে।
advertisement
6/6
কোন ধরনের ভাইরাস বেশি প্রভাব ফেলছে, তা বোঝার জন্য আরও বেশি ল্যাবরেটরিতে পরীক্ষার কিট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন দেওয়া হবে।