Jadavpur University Update: ছাত্রীর বাবার কথাই মিলে গেল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার একজোড়া সাদা জুতো! আরও ঘোরাল রহস্য, কী হয়েছিল সে রাতে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
Jadavpur University Update: যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের মৃত ছাত্রীর জুতো, ওয়ালেট এবং চশমা মিসিং ছিল ঘটনার পর থেকে। বুধবার ক্যাম্পাসের পুকুরে ডুবুরি নামিয়ে চলল তল্লাশি। আরও বাড়ছে রহস্য।
advertisement
1/8

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে মৃত ছাত্রীর মৃত্যুর ঘটনায় আরও জোরালো হচ্ছে রহস্য।
advertisement
2/8
বুধবার হোমিসাইড অফিসার ও তাঁর দল এবং ডিএমজি টিম পরিদর্শন করে ক্যাম্পাস।
advertisement
3/8
যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের মৃত ছাত্রীর জুতো, ওয়ালেট এবং চশমা মিসিং ছিল ঘটনার পর থেকে।
advertisement
4/8
সে সমস্ত খুজঁতে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডুবুরি নামানো হয় পুকুরে।
advertisement
5/8
একজোড়া মহিলাদের জুতো পাওয়া উদ্ধার হয়েছে। চশমা এবং ওয়ালেটের এখনও খোঁজ মেলেনি।
advertisement
6/8
বাবা মা বলেছিলেন জুতো সাদা ছিল। সাদা জুতোই পাওয়া গেল পুকুর থেকে।
advertisement
7/8
৫ জন ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় পুকুরটিতে। ঘটনার দিন যে তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন তাঁদেরকে ঘটনাস্থলে দাঁড় করিয়ে ঘটনার পুনঃনির্মাণ করেছে পুলিশ। আর সেখানেই উদ্ধার হয় একজোড়া মেয়েদের জুতো।
advertisement
8/8
যদিও ছাত্রীর কাছে একটি ওয়ালেট ছিল বলে জানা গেলেও সেটির খোঁজ মেলেনি। (রিপোর্টার-- প্রীতি সাহা)