TRENDING:

Indian Railways Bharat Darshan Train| এক সফরেই পঞ্চজ্যোতির্লিঙ্গ! বাংলার তীর্থপ্রেমীদের জন্য বড় ঘোষণা রেলের

Last Updated:
Indian Railways Bharat Darshan Train| আগামী সোমবারই যাত্রা শুরু করছে ভারত দর্শন নামের এই আস্থা স্পেশ্যাল ট্রেন।
advertisement
1/5
এক সফরেই পঞ্চজ্যোতির্লিঙ্গ! বাংলার তীর্থপ্রেমীদের জন্য বড় উপহার রেলের
বাংলার তীর্থযাত্রীদের জন্য বড় সুখবর। এক সফরে এবার পঞ্চজ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ করে দিচ্ছে রেল। আগামী সোমবারই যাত্রা শুরু করছে ভারত দর্শন নামের এই আস্থা স্পেশ্যাল ট্রেন। যাত্রীদের ঘুরিয়ে ফের তা ঘরে ফিরে আসবে ১৬ সেপ্টেম্বর।
advertisement
2/5
IRCTC ও পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর, সোমনাথ মন্দির, দ্বারকা, নাগেশ্বর, ত্র্যম্বকেশ্বর, কাশী বিশ্বনাথ, সিরিডি, শনি-শিঙ্গাপুর, স্ট্যাচু অফ ইউনিটি-র মতো ধর্মীয় এবং দর্শনীয় স্থান ছুঁয়ে যাবে এই ট্রেন।
advertisement
3/5
মোট ১২ রাত এবং ১৩ দিনের এই ট্রেন যাত্রার মাথাপিছু খরচ হবে ১২ হাজার ২৮৫ টাকা বলে রেল সূত্রে খবর।
advertisement
4/5
দুর্গাপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি দুমকা থেকে ওঠা যাবে দুর্গাপুর-দ্বারকা আস্থা স্পেশাল ট্রেনে। এছাড়া জামতারা, দুমকা, ভাগলপুর, পাটনা এবং দীনদয়াল উপাধ্যায় স্টেশন-সহ বেশ কয়েকটি স্টেশন থেকে এই ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। দুর্গাপুর থেকে সোমবার ট্রেনটি ছাড়বে সকাল এগারোটা নাগাদ।
advertisement
5/5
স্পেশাল ট্রেন যাত্রায় সকাল, দুপুর এবং রাতে রেলের তরফেই থাকবে খাবারের ব্যবস্থা। স্টেশন থেকে থাকবে নন এসি বাস। সেখান থেকে দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। তাছাড়া প্রতিটি যাত্রীর জন্য থাকছে বিশেষ বিমার ব্যবস্থা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Indian Railways Bharat Darshan Train| এক সফরেই পঞ্চজ্যোতির্লিঙ্গ! বাংলার তীর্থপ্রেমীদের জন্য বড় ঘোষণা রেলের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল