আইপ্যাকের ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, কোন কোন ইডি অফিসার ছিলেন? কী কী ঘটনা ঘটেছিল? এল প্রশ্নমালা!
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IPAC ED Raid: অর্থ মন্ত্রকের আওতাধীন হলেও গতকাল তল্লাশি চলাকালীন দু-দুটি জায়গায় পৌঁছে গিয়েছিল পুলিশ কর্তা ও পুলিশ কর্মীরা। আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/6

কলকাতা: আইপ‍্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান এবং বৃহস্পতিবারের একের পর এক ঘটনা পরম্পরা সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একাধিক বিষয়ে জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
2/6
অর্থ মন্ত্রকের আওতাধীন হলেও গতকাল তল্লাশি চলাকালীন দু-দুটি জায়গায় পৌঁছে গিয়েছিল পুলিশ কর্তা ও পুলিশ কর্মীরা। আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছিলেন খোদ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/6
সেখানে ইডির নিরাপত্তায় ছিলেন কেন্দ্রীয় বাহিনী। সেই সময় কী কী ঘটনা ঘটেছিল? কোন কোন ইডি অফিসার ছিলেন তদন্তে? তল্লাশি চলাকালীন কোন কোন পদ মর্যাদার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন? তাঁদের সঙ্গে কী কী কথা হয়েছিল- সবটা জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
advertisement
4/6
প্রসঙ্গত, ইডির তল্লাশি অভিযান ঘিরে যে পরিস্থিতি হয়েছিল সেই নিয়ে রাত পর্যন্ত ইডি অফিসারদের মধ্যে পর্যালোচনা হয়। আইনজীবীদের সঙ্গেও আলাদা করে কথা বলা হয় যেহেতু এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আজ মামলা রয়েছে।
advertisement
5/6
মামলায় কী কী বিষয় সামনে আনবে? গতকাল যে বাধার সম্মুখীন হয়েছিল বলে ইডির তরফে দাবি করা হয়েছে সেই নিয়ে কী কী বিষয় সামনে রাখা হবে তাই নিয়েই মূলত পর্যালোচনা হয়েছে।
advertisement
6/6
আজ ইডির টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে হাইকোর্ট যাবে। হাইকোর্টে যাওয়ার আগে গতকাল কলকাতার যে কয়েকজন অফিসারকে তল্লাশিতে রাখা হয়েছিল তাঁদের মধ্যে আবার পর্যালোচনা হবে। প্রয়োজনে দিল্লির স্পেশাল টিমকে ভিডিও কনফারেন্সে রাখা হতে পারে না হলে ফোন কলের মাধ্যমে তাদেরও পরামর্শ নেওয়া হবে।