ISL 2016 : ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই শুরু দেশের ‘ফুটবল উৎসব’
Last Updated:
দেশের কোনও বড় টুর্নামেন্ট বা ইভেন্ট এবং তার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উত্তর-পূর্ব ভারতের কোনও শহরকে বেছে নেওয়া হচ্ছে ৷ এমন দৃশ্য অতীতে কখনও দেখা যায়নি ৷
advertisement
1/6

দেশের কোনও বড় টুর্নামেন্ট বা ইভেন্ট এবং তার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য উত্তর-পূর্ব ভারতের কোনও শহরকে বেছে নেওয়া হচ্ছে ৷ এমন দৃশ্য অতীতে কখনও দেখা যায়নি ৷ এই অঞ্চলে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা বলতে ছিল শুধু সাউথ এশিয়ান গেমস ৷ সেই টুর্নামেন্ট নিয়ে দেশের কতজন মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, সেটাও যথেষ্ট সন্দেহের বিষয় ৷ অসমে ফুটবল টুর্নামেন্ট বলতে মনে পড়ে বড়জোর বরদলোই ট্রফি ৷ কিন্তু দিন বদলেছে ৷ এখন দেশের সবচেয়ে বড় ‘ফুটবল যজ্ঞ’ হল আইএসএল ৷ এই টুর্নামেন্টে দল রয়েছে নর্থ-ইস্টেরও ৷ গুয়াহাটিকে বেস করে ফুটবল নিয়ে একজোট হয়েছে গোটা উত্তর-পূর্ব ভারতই ৷ আর টুর্নামেন্টের তৃতীয় বছরেই উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পেতে সফল গুয়াহাট ৷ গত দু’বছরের মতো এবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরই উপহার দিল অসমের রাজধানী ৷
advertisement
2/6
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় যে উন্মাদনা, যে পেশাদারিত্ব, যে প্যাশন নিয়ে তৃতীয় আইএসএল গুয়াহাটিতে শুরু হল- তা দেখে খোদ আইএসএস চেয়ারপার্সন নীতা অম্বানি, কেরালা ব্লাস্টার্সের মালিক সচিন তেন্ডুলকর, চেন্নাইয়ের মালিক মহেন্দ্র সিংহ ধোনি ও অভিষেক বচ্চনরা শিহরিত। ‘ধীরে চলো’র রাজ্য, সন্ত্রাসের ভয়ে ভীত রাজ্য, বন্ধ-অবরোধের সঙ্গে ঘর করা রাজ্য নয়, আইএসএলের উদ্বোধনে গত দু’বারের কলকাতা-চেন্নাইকে রীতিমতো টক্কর দিল অসম তথা গুয়াহাটি। যে শব্দব্রহ্ম ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ঘরের দলের জন্য শোনা গেল, তা ডেসিবেলের নিরিখে যুবভারতী বা ইডেনকেও সমানে টক্কর দেবে।
advertisement
3/6
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আলিয়া ভাটের ডান্স পারফরম্যান্স ৷
advertisement
4/6
নাচে মাতালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও
advertisement
5/6
কাঁটায় কাঁটায় সাড়ে ৫টায় জ্যাকলিন ফার্নান্ডেজের নাচে অনুষ্ঠানের সূচনা হল। এরপর মোটরবাইকের কনভয় নিয়ে মাউন্টেন বাইক চেপে জনের প্রবেশ। মঞ্চে ডাকলেন গতবারের আয়োজক তথা চ্যাম্পিয়ন দলের মালিক অভিষেক বচ্চনকে। এরপর প্রবেশ ধোনির।
advertisement
6/6