TRENDING:

Indian Railways: গদি আঁটা সিট, আট ঘণ্টাও লাগবে না, পৌঁছে যাবেন সোজা পুরুলিয়া থেকে হাওড়া, আর ভাড়া একেবারে জলের দর, কখন কোথা থেকে ছাড়বে

Last Updated:
Indian Railways:  পথ চলা শুরু পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেনর , ভাড়া শুনলে চমকে যাবেন! এবার এক ট্রেনেই পুরুলিয়া থেকে হাওড়া ভায়া বাঁকুড়া, মশাগ্রাম। স্টপেজ থাকবে ৫০-টি স্টেশনে!
advertisement
1/5
গদি আঁটা সিট, আট ঘণ্টাও লাগবে না,পৌঁছে যাবেন সোজা পুরুলিয়া থেকে হাওড়া,আর ভাড়া একেবারে..
পুরুলিয়া : দীর্ঘ প্রতীক্ষার অবসান। জঙ্গলমহলবাসীর বহুকাঙ্খিত ইচ্ছা পূরণ। ‌ পুরুলিয়া-হাওড়া ,ভায়া মশাগ্রাম মেমু ট্রেনের সুচনা হল এদিন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন হল। পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জারের নিয়মিত পরিষেবা চালু থাকবে। এই ট্রেন প্রত্যেক দিন ভোর ৪:০০ সময় পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে ও হাওড়া পৌঁছাবে ১১:৪০ মিনিটে।
advertisement
2/5
অপরদিকে হাওড়া থেকে বিকেল ৪:১৫-তে এই ট্রেন ছাড়বে , পুরুলিয়া পৌঁছাবে রাত ১১:৫৫ মিনিটে। ‌ মোট ৫০-টি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। পুরুলিয়া থেকে হাওড়া যাওয়ার ভাড়া মাত্র ৬০ টাকা বলে রেল সুত্রে জানা গিয়েছে।
advertisement
3/5
এই প্রথম পুরুলিয়া তথা জঙ্গলমহলের সঙ্গে পূর্ব বর্ধমানের বহু স্টেশন এবং হুগলি জেলার সঙ্গে সরাসরি রেল সংযোগ ঘটল। জঙ্গলমহল বাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের। ‌এতে খুবই উপকৃত হবেন জঙ্গলমহলবাসীরা। ‌এ বিষয়ে ট্রেন যাত্রীরা বলেন , নতুন এই ট্রেন হওয়ায় কলকাতার সঙ্গে পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল।‌ এতে তাদের অনেকটাই উপকার হবে। এরই পাশাপাশি তারা সঠিক সময়ে ট্রেন চলাচলের আবেদন জানান। তা নাহলে তারা সমস্যার মধ্যে পড়বেন। ‌মেমু ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনেরও দাবি জানান তারা।
advertisement
4/5
এ বিষয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন , জঙ্গলমহলবাসীর কথা চিন্তা করে তারা এই ট্রেনের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রেলমন্ত্রক পুরুলিয়া থেকে ভায়া বাঁকুড়া, মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত এই ট্রেনের সূচনা করেছে। এর জন্য তিনি প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
advertisement
5/5
এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন ,  এই ট্রেনের পথ চলা শুরু হওয়ায় বাঁকুড়া-পুরুলিয়া প্রান্তিক এলাকার বহু মানুষ উপকৃত হবেন। এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া অনেকটাই কম রয়েছে। ‌ এই ট্রেন চলাচলে যাত্রীদের সাড়া যদি খুব ভালভাবে পাওয়া যায় তাহলে পরবর্তী সময়ে এই রুটে এক্সপ্রেস ট্রেন চালানোর চিন্তা তারা করবেন। এই প্রথমবার পুরুলিয়া থেকে বর্ধমান ও হুগলি হয়ে কলকাতা যাওয়ার রেলপথে যোগাযোগ মাধ্যম তৈরি হল। খুশির জোয়ার জঙ্গলমহলে। Photo Courtesy -X Account ‌ Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/কলকাতা/
Indian Railways: গদি আঁটা সিট, আট ঘণ্টাও লাগবে না, পৌঁছে যাবেন সোজা পুরুলিয়া থেকে হাওড়া, আর ভাড়া একেবারে জলের দর, কখন কোথা থেকে ছাড়বে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল