TRENDING:

Exclusive: Indian Railways: পোষ্যকে নিয়ে ট্রেনে যাত্রা করবেন? নিয়মে বড় বদল, আর সহজ বিষয় নয়! ঘোষণা রেলের

Last Updated:
Indian Railways: নয়া নিয়মে প্রথম শ্রেণী ছাড়া অন্য কোনও শ্রেণিতে কুকুর নেওয়া যাবে না। যাত্রীকে প্রথম শ্রেণীর চারটে বার্থ বা একটা ক্যুপ বুকিং নিতে হবে।
advertisement
1/5
পোষ্যকে নিয়ে ট্রেনে যাত্রা করবেন? নিয়মে বড় বদল, আর সহজ বিষয় নয়! ঘোষণা রেলের
কলকাতা: কুকুর নিয়ে ট্রেন যাত্রার ভোগান্তি ঠেকাতে নয়া নিয়ম ভারতীয় রেলের। প্রতিদিন পোষ্য নিয়ে রেল যাত্রায় ভুরি ভুরি অভিযোগ। এর পরেই নয়া নিয়ম চালু করল ভারতীয় রেল।
advertisement
2/5
নয়া নিয়মে প্রথম শ্রেণী ছাড়া অন্য কোনও শ্রেণিতে কুকুর নেওয়া যাবে না। যাত্রীকে প্রথম শ্রেণীর চারটে বার্থ বা একটা ক্যুপ বুকিং নিতে হবে। একটি পিএনআরে, একটি কুকুর নেওয়া যাবে। কুকুরটিকে রেল ছাড়ার তিন ঘন্টা আগে লাগেজ অফিসে আনতে হবে। অন্য শ্রেণীতে যাত্রা করতে গিয়ে ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা।
advertisement
3/5
পাশাপাশি গার্ড ভ্যানে নিয়ে চলে যাওয়া হবে। লাগেজ বুকিং অফিসে ব্রিড, রং, লিঙ্গ উল্লেখ করতে হবে। ডাক্তারের সার্টিফিকেট বাধ্যতামূলক। খাবার ও জলের ব্যবস্থা যাত্রীকে নিজে থেকেই করতে হবে। লোকাল ট্রেনে কুকুর নিয়ে যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করেছে রেল।
advertisement
4/5
ভারতীয় রেল আইনের 77-A ধারা অনুযায়ী রেলের পশুদের জন্য নির্ধারিত কামরায় যাতায়াত করতে পারে পোষ্যরা। তার জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয়। মানে পশুদের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থের টিকিট কাটতে হয়। পশুদের কোনও ক্ষতি হলে অবশ্য রেল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেয় না। ক্ষতির তালিকায় রয়েছে পশুর মৃত্যু, অসুস্থতা, খাদ্য বা জল সরবরাহ, অতিরিক্ত পশুর উপস্থিতি ইত্যাদি। রেল দুর্ঘটনায় পশুর মৃত্যু হলেও কোনও ক্ষতিপূরণ মেলে না।
advertisement
5/5
রেলের মাধ্যমে আইন মেনে পশু সরবরাহ করার পর গ্রহীতা কোনও কারণে স্টেশনে পৌঁছোতে দেরি করলেও রেল তাঁর জন্য অপেক্ষা করে না। যদিও পোষা কুকুরে ক্ষেত্রে রেলের আইন খানিকটা হলেও সরল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Exclusive: Indian Railways: পোষ্যকে নিয়ে ট্রেনে যাত্রা করবেন? নিয়মে বড় বদল, আর সহজ বিষয় নয়! ঘোষণা রেলের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল