Indian Railways: চলতি সপ্তাহে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়! দেখুন তালিকা, না জানলে বিপদে পড়বেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Indian Railways: বেশ কিছু ট্রেনের সফরসূচিও সংক্ষিপ্ত করা হয়েছে। দেরিতে চলাচল করবে সেগুলিও, রেল সূত্রের খবর।
advertisement
1/5

মুর্শিদাবাদ: ফের চলতি সপ্তাহে লালগোলা শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হতে চলেছে। লালগোলা-শিয়ালদহ শাখায় ১০ ডিসেম্বর, রবিবার সকাল বিকেল মিলিয়ে চলবে না একাধিক ট্রেন। (প্রতিবেদন: কৌশিক অধিকারী)
advertisement
2/5
শিয়ালদহ ডিভিশনের বেথুয়াডহরী ও দেবগ্রাম স্টেশনের মাঝে সাব-ওয়ে তৈরির কাজ চলবে, জানানো হয় পূর্ব রেলের পক্ষে। সেই কারণেই আগামী রবিবার সকাল ৯টা ৫০ থেকে রাত ৮টা পর্যন্ত রেল ট্র্যাফিক ব্লক থাকার কারণে বন্ধ থাকবে ট্রেন চলাচল। (প্রতিবেদন: কৌশিক অধিকারী)
advertisement
3/5
রেল দফতর সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলার বেথুয়াডহরী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার কারণে আপ ও ডাউন ট্রেন মিলিয়ে মোট তিন জোড়া ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বেশ কিছু ট্রেনের সফরসূচিও সংক্ষিপ্ত করা হয়েছে। দেরিতে চলাচল করবে সেগুলিও, রেল সূত্রের খবর। (প্রতিবেদন: কৌশিক অধিকারী)
advertisement
4/5
একই কারণে গত মাসের তিন রবিরারেও ট্রেন চলাচল না করায় নাকাল হতে হয়েছিল যাত্রীদের। তাই চলতি সপ্তাহের রবিবারেও ট্রেন ব্যবহারে বেগ পেতে হবে রেল যাত্রীদের। সকাল ১০টার পর কলকাতা যাবার কোনও ট্রেন মিলবে না। (প্রতিবেদন: কৌশিক অধিকারী)
advertisement
5/5
লালগোলা-বহরমপুর থেকে ছাড়া ট্রেন গুলি মুড়াগাছা অবধি ট্রেন চলবে, শিয়ালদহ যাবে না। আবার শিয়ালদহ, রানাঘাট বা কৃষ্ণনগর থেকে ছাড়া ট্রেন গুলিও মুড়াগাছা পর্যন্ত এসে থামবে। ফলে খুব প্রয়োজন না হলে এদিন রেল ব্যবহার থেকে বিরত থাকাই ভাল বলে মনে করছেন, নিত্য যাত্রীরা। এদিন রাত ৮টার পরে আবার স্বাভাবিক হবে ট্রেন চলাচল। (প্রতিবেদন: কৌশিক অধিকারী)