Indian Railways: 'আমাকে বাঁচান, ডাক্তার ডাকুন!' এনজেপি ছাড়তেই ট্রেনে প্রাক্তন সেনাকর্মীর সঙ্গে বীভৎস ঘটনা! চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখলেন যাত্রীরা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Railways: নিউ কোচবিহারেও ডাক্তার এল না। নিউ আলিপুরদুয়ারে ডাক্তার এসে মৃত বলে ঘোষণা করেন অবসর প্রাপ্ত সেনাকর্মীকে। রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
1/6

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: গুয়াহাটিগামী চলন্ত অমৃতসর এক্সপ্রেসে অসুস্থ হয়ে মৃত্যু প্রাক্তন সেনা কর্মীর। ট্রেনে চিকিৎসা না পাওয়ার অভিযোগ। এনজেপি-তে অসুস্থ হন ওই সেনা কর্মী। তাঁকে নিয়েই ছুটল ট্রেন।
advertisement
2/6
নিউ কোচবিহারেও ডাক্তার এল না। নিউ আলিপুরদুয়ারে ডাক্তার এসে মৃত বলে ঘোষণা করেন অবসর প্রাপ্ত সেনাকর্মীকে। রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
3/6
চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগের তদন্ত শুরু করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। জানা গিয়েছে, মৃত সেনাকর্মী আম্বালার বাড়ি থেকে গুয়াহাটি যাচ্ছিলেন।
advertisement
4/6
এনজেপি-তে অসুস্থ বোধ করেন তিনি। নিউ কোচবিহারে ডাক্তার ডাকার পরেও ডাক্তার আসেননি বলে অভিযোগ।
advertisement
5/6
অসুস্থতার কারণে চিকিৎসক দরকার বলে আবেদন করেন। কন্ট্রোল থেকে চিকিৎসক ডাকা হয়। পরে নিউ আলিপুরদুয়ারে চিকিৎসক এসে দেখেন ততক্ষণে মৃত্যু হয়েছে ওই প্রাক্তন সেনাকর্মীর ।
advertisement
6/6
মৃত সেনাকর্মীর নাম মোহর সিং। কোচ বি ২, বার্থ ৭২-তে যাত্রা করেছিলেন ওই অবসর প্রাপ্ত সেনা কর্মী। নিউ জলপাইগুড়ি ছাড়ার সময় অসুস্থতা অনুভব করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।