TRENDING:

ট্রেনে মুখোমুখি বসেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা... আচমকা একী করে বসলেন স্বামী? মুহূর্তে চমকে উঠলেন সহযাত্রী!

Last Updated:
Indian Railways: সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তেই আমাদের নতুন নতুন খবর ও দৃশ্যের সম্মুখীন করে। কখনও কখনও এইসব ছবি ও ভিডিও যেমন হয় ভয়াবহ আবার কখনও তা নাড়িয়ে দেয় মনকে। এমনই এক দৃশ্য এবার দাবানলের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে।
advertisement
1/13
ট্রেনে মুখোমুখি বসেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা... আচমকা একী করে বসলেন স্বামী? চমকে উঠলেন সহযাত্রী!
সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তেই আমাদের নতুন নতুন খবর ও দৃশ্যের সম্মুখীন করে। কখনও কখনও এইসব ছবি ও ভিডিও যেমন হয় ভয়াবহ আবার কখনও তা নাড়িয়ে দেয় মনকে। এমনই এক দৃশ্য এবার দাবানলের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে।
advertisement
2/13
ট্রেনে মুখোমুখি বসেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা... আচমকা একী করে বসলেন স্বামী? চমকে উঠলেন সহযাত্রী!
ট্রেনে ভ্রমণকালীন এক দম্পতির বিশেষ মুহূর্তের এই ভিডিওটি দেখলে নিমেষের মধ্যে আপনিও চমকে যাবেন। ট্রেনের কামরায় এমনও কেউ করতে পারে? নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না!
advertisement
3/13
একদিকে যেমন বেশ চমকে দেওয়া এই ভিডিও তেমনই নিঃসন্দেহে মন ছুঁয়ে যাওয়া। চলন্ত ট্রেনে যাত্রা করছিলেন বয়স্ক দম্পতি। সেই সময়ই ঝুঁকে পরে এক অদ্ভুত কাজ করে বসলেন বৃদ্ধ পুরুষটি।
advertisement
4/13
যদিও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় শয়ে শয়ে ভিডিও ভাইরাল হয়, কিন্তু তার মধ্যে কিছু ভিডিও এমন থাকে যা দেখে আঁতকে উঠতে হয়। আবার কিছু ভিডিও দেয় এমন বার্তা যা মনে দাগ কেটে যায়।
advertisement
5/13
বর্তমানে এমনই এক দৃশ্য প্রবল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক ব্যক্তি ট্রেনে স্ত্রী-র সঙ্গে পাশাপাশি বসেছিলেন। ঠিক সেই সময় আচমকা চলন্ত ট্রেনে যা করে বসলেন তা অবিশ্বাস্য না হলেও চোখ আটকে যাওয়ার মতোই।
advertisement
6/13
ভিডিওটি ভাইরাল হতেই হইহই পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভালোবাসা, প্রেম, বিশ্বাস ইত্যাদি থেকে মানুষের মন যখন উঠে যাচ্ছে ঠিক তখনই এমন একটি দৃশ্য মন ছুঁয়ে গেল আসমুদ্রহিমাচলের যা সহজে দেখা যায় না ঘরের বেডরুমেও।
advertisement
7/13
নীল সিল্কের শাড়ি পরে বৃদ্ধা মুখোমুখি বসেছিলেন স্বামীর। ধূসর মাথা স্বামীও গল্প করছিলেন স্ত্রী-র সঙ্গে। আর ঠিক সেই সময়ই স্বামী কিছু একটা বলতেই পা আলগোছে পায়ের উপর উঁচু করে তুলে দেন স্ত্রী। তৎক্ষণাৎ স্বামীও নিচু হয়ে হাতের রুপোর পায়েল সযত্নে স্ত্রী-র পায়ে পরিয়ে দেন।
advertisement
8/13
ভাইরাল ভিডিওতে দেখা যায় ট্রেনের জেনারেল বগির মুখোমুখি দুটি সিটে এক বয়স্ক দম্পতি বসে আছেন। পরের মুহূর্তেই, স্বামী তাঁর বৃদ্ধা স্ত্রীকে অত্যন্ত স্নেহের সঙ্গে একটি নতুন কেনা নুপুর পরিয়ে দিচ্ছিলেন। ভিডিওতে মহিলার মুখের আনন্দ ছিল দেখার মতো।
advertisement
9/13
আদর ভরা এমন দৃশ্য সহজে আজকাল চোখে পরে না। তাও আবার কিনা ট্রেনের কামরায়? এ যেন এক বিরল রোম্যান্টিক মুহূর্ত যা একবার দেখলে ভোলা যায় না। অল্প বয়সি যুবক-যুবতীদের মধ্যে এমনটা দেখা গেলেও বয়স্ক দম্পতির এত সুন্দর মুহূর্তটি তৎক্ষণাৎ ভিডিও করে ফেলেন এক সহযাত্রী।
advertisement
10/13
স্থির থাকতে না পেরে অনির্বচনীয় ভালোবাসার স্বাক্ষী এই মুহূর্তটি মুঠো ফোনে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন সহযাত্রী। দেখে আপ্লুত নেটিজেনরাও। এই ভাইরাল ক্লিপটিকে সত্যিকারের ভালোবাসার এক অপূর্ব উদাহরণ হিসেবে অভিহিত করছেন তাঁরা।
advertisement
11/13
সুন্দর মুহূর্তের এই ভিডিওটি জিশ্মা উন্নিকৃষ্ণন নামে এক মহিলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @jishma_unnikrishnan-এ শেয়ার করে মেয়েটি লেখেন, "ভেবেছিলাম একটা সাধারণ ট্রেন ভ্রমণ করতে চলেছি কিন্তু এই যাত্রা এক অভিজ্ঞতা হয়ে রইল আমার কাছে।"
advertisement
12/13
মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং ১ লক্ষ ১৭ হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য বিভাগে এই দম্পতির প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।"
advertisement
13/13
একজন ব্যবহারকারী লিখেছেন, "বয়স হয়ত থেমে থাকে না, কিন্তু ভালবাসা তো অমর।" অন্য একজন কমেন্টে লেখেন, "খুব সুন্দর"। আবার আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "একেই সত্যিকারের ভালবাসা বলে।"
বাংলা খবর/ছবি/কলকাতা/
ট্রেনে মুখোমুখি বসেছিলেন বৃদ্ধ-বৃদ্ধা... আচমকা একী করে বসলেন স্বামী? মুহূর্তে চমকে উঠলেন সহযাত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল