TRENDING:

করোনা আবহে মাত্র ২০ মিনিটেই শেষ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, দেখুন কয়েক ঝলক...

Last Updated:
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময় ছাড়াও এবছরের অনুষ্ঠান দেখতে রেড রোডে কোনও দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
advertisement
1/9
করোনা আবহে মাত্র ২০ মিনিটেই শেষ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, দেখুন কয়েক ঝলক...
*করোনার জেরে এ বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশকিছু কাটছাঁট করা হয়েছিল। যার মধ্যে অন্যতম, অনুষ্ঠানের সময়। কম সংখ্যক মানুষের উপস্থিতিতে যতটা কম সময়ের মধ্যে সম্ভব এই অনুষ্ঠান শেষ করা হয়েছে। সমস্ত রীতি মেনেই মাত্র কুড়ি মিনিটে এ বছর স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
advertisement
2/9
*স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময় ছাড়াও এবছরের অনুষ্ঠান দেখতে রেড রোডে কোনও দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
advertisement
3/9
*সম্ভবত, এই প্রথম কোনও দর্শকের উপস্থিতি ছাড়াই রেড রোডে স্বাধীনতা দিবস পালন করা হল। দর্শক ঢোকার অনুমতি দেওয়া হলে ভাঙতে পারে কোভিড প্রটোকল ও সামাজিক দূরত্ব। তাই দর্শক ঢোকায় এ বছর নিষেধাজ্ঞা ছিল।
advertisement
4/9
*এ বছরের অনুষ্ঠানে অতিথি সংখ্যাও কমিয়ে আনা হয়েছিল। সূত্রের খবর, ১০০ থেকে ১২০ জন অতিথির উপস্থিতিতেই পালন করা হয় অনুষ্ঠান।
advertisement
5/9
*শুধুমাত্র রাজ্যের কয়েকজন মন্ত্রী, আমলা ও আইপিএস অফিসার আমন্ত্রিত ছিলেন। ছিলেন সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর একজন করে অফিসার।
advertisement
6/9
*রীতি মেনেই সকাল ৯ টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আসেন। সকাল ১০টায় মুখ্যমন্ত্রীর জন্য সংরক্ষিত বিশেষ মঞ্চে এসে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
advertisement
7/9
*১০টা ০৩ মিনিটে মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। সেইসঙ্গে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়।
advertisement
8/9
১০টা ০৪ মিনিটে মুখ্যমন্ত্রী রাজ্যের ২৫ জন করোনা যোদ্ধাকে বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করেন। পুলিশ, দমকল, ডাক্তার, নার্স, সাফাইকর্মী-সহ বিভিন্ন ফ্রন্টলাইন ওয়ারিয়ারকে এই সম্মান দেওয়া হয়। যাঁরা মানুষের জন্য কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে। আবার সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
advertisement
9/9
*স্বাধীনতা দিবসে প্রত্যেক বছরের মতোই শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রেড রোডেই ছিল ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা। এছাড়া শহরে ঢোকা ও বেরনোর প্রত্যেকটি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা ছিল। গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। সবমিলিয়ে কয়েকহাজার পুলিশ মোতায়েন ছিল শহরে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
করোনা আবহে মাত্র ২০ মিনিটেই শেষ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, দেখুন কয়েক ঝলক...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল