Liquor sale: এক বছরে মদ থেকে রাজ্যের আয় ২২ হাজার কোটি ছাড়াবে? অঙ্ক চমকে দেবে
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Liquor sale: চলতি অর্থ বছরে রাজ্যের আয় মদ থেকে বেড়ে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি টাকা।
advertisement
1/7

রাজ্যে শীতকাল পড়তেই বাড়ছে মদ বিক্রির পরিমাণ। গোটা ডিসেম্বর মাসে রেকর্ড মদ বিক্রি। ২ হাজার ১০০ কোটি টাকা রাজ্য আয় করল শুধু মদ বিক্রি করেই যা সর্বকালীন রেকর্ড। চলতি অর্থ বছরে মদ থেকে আয় ২২ হাজার কোটি ছাড়াবে। (প্রতীকী ছবি)
advertisement
2/7
চলতি অর্থ বছরে রাজ্যের আয় মদ থেকে বেড়ে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি টাকা। যা ইতিমধ্যে গতবার এর তুলনায় ১২ শতাংশ বেশি। আবগারি দফতরের আশা মার্চ মাসের মধ্যেই বিক্রির পরিমাণ ২২ হাজার কোটি ছাড়াবে। লক্ষ্যনীয় ভাবে, গতবারের তুলনায় বাংলা মদের বিক্রি অনেকটাই কমে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে বিদেশি মদ। (প্রতীকী ছবি)
advertisement
3/7
মদ বিক্রিতে পুজোর রেকর্ড ভেঙে দিল এ রাজ্য৷ পশ্চিমবঙ্গে নববর্ষের আনন্দে সবচেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হল৷ পুজোর সময়ের রেকর্ডও এ বার ভেঙে দিল রাজ্য৷ আবগারি দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷ (প্রতীকী ছবি)
advertisement
4/7
পুজোর থেকে ও বেশি মদ বিক্রি হল বড়দিন ও বর্ষবরণের আনন্দে। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর রাত ১১.৩০ পর্যন্ত মদ বিক্রি হল প্রায় ৭৫০ কোটি টাকার । সাধারণ দিনের তুলনায় এই ৭ দিনে ৪০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
5/7
গতবারের রেকর্ডকেও ভাঙল এ বার বড়দিন ও বর্ষবরণের আনন্দে মদ বিক্রির পরিমাণ। সব থেকে বেশি বিক্রি হল ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর। পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং, এই তিন জেলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে মদ বলেই আবগারি দফতর সূত্রে খবর। (প্রতীকী ছবি)
advertisement
6/7
দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি। বাংলা মদের বিক্রির পরিমাণ অনেকটাই কম। দামী মদের বিক্রি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিয়ার বিক্রি তুলনামূলক ভাবে সামান্য কমেছে বলেই আবগারি দফতর সূত্রে খবর। (প্রতীকী ছবি)
advertisement
7/7
প্রসঙ্গত পুজোয় মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছিল ৬০০ কোটি টাকা। এ বার সেই রেকর্ডও ভেঙে দিল উৎসবের আনন্দ৷ এ বার সাত দিনে রাজ্যে প্রায় বিক্রি হল ৭৫০ কোটি টাকার৷ (প্রতীকী ছবি)