নবমীর ভোরে মুখ ভার কলকাতার আকাশের, বৃষ্টি চলবে? দুর্যোগ নিয়ে কপালে ভাঁজ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
নবমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
1/5

নবমীতেও সকাল থেকে মুখ ভার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশের। অষ্টমীর সারারাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও হাল্কা, কোথাও আবার ভারী বৃষ্টির দাপট দেখেছেন উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী।
advertisement
2/5
অষ্টমীর দিন সন্ধ্যা থেকেই দুর্যোগের পরিমাণ বেড়েছিল শহর। সপ্তমীর দিন তেমন করে দুপুরের পর থেকে কলকাতায় ভারী বৃষ্টি হয়নি, তবে অষ্টমীর দিন তা বাড়ে অনেকটাই। যদিও অনেকটা দুর্যোগ উপেক্ষা করেই সাধারণ মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় করেন।
advertisement
3/5
পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই কারণেই সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
4/5
মঙ্গলবার, নবমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়াও বইতে পারে।
advertisement
5/5
এই দুর্যোগ কিছুটা কমতে পারে আগামী বুধবার, অর্থাৎ দশমীর দিন থেকে। সে দিন আর কোথাও ভারী বৃষ্টির কোনও তেমন প্রভাব দেখা যাবে না। তবে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সেই কারণে পর্যটকরা সমস্যার মুখে পড়তে পারেন।