Weather: বিকেল গড়ালে কালো হবে আকাশ! কলকাতায় নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? অতিভারী বৃষ্টি উত্তরে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ল। তবে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই নেই শহরবাসীর। সকাল থেকে ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/9

*বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ল। তবে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই নেই শহরবাসীর। সকাল থেকে ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
2/9
*আগামী কয়েকদিন কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। ফাইল ছবি।
advertisement
3/9
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফাইল ছবি।
advertisement
4/9
*বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৯-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফাইল ছবি।
advertisement
5/9
*সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যের প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন। ফাইল ছবি।
advertisement
6/9
*ঠিক উল্টো ছবি দক্ষিণবঙ্গের। পশ্চিমে দাবদাহ আর বাকি জেলায় চরমে অস্বস্তি। উইকেন্ডে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এ দিকে, বর্ষা কবে দক্ষিণবঙ্গে এখনও নিশ্চিত করে দিনক্ষণ বলতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
advertisement
7/9
*ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি। সিকিম ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। ফাইল ছবি।
advertisement
8/9
*আগামী ৪৮-৭২ ঘণ্টা প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ফাইল ছবি।
advertisement
9/9
*দক্ষিণবঙ্গের তিন জেলায় চরম তাপপ্রবাহ ও বাকি আরও চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহ। তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। ফাইল ছবি।