IMD Weather Update: বাংলায় শুরু শীতের আমেজ, ২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! সপ্তাহ-শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: বাংলায় শীতের দিন দরজায় কড়া নাড়ছে। ২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ। আগামী দু-তিন দিনে আরও তাপমাত্রা নামবে।
advertisement
1/7

★বাংলায় শীতের দিন দরজায় কড়া নাড়ছে। ২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ। আগামী দু-তিন দিনে আরও তাপমাত্রা নামবে। পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে এই সপ্তাহে।
advertisement
2/7
★পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে নেমে গেল। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। এর প্রভাবে শীতের আমেজ আরও একটু বাড়বে।
advertisement
3/7
★সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই হালকা কুয়াশা সম্ভাবনা। দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
advertisement
4/7
★দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল, খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত। পরবর্তী তিন চার দিন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শীতের আমেজ রাতে ও সকালে।
advertisement
5/7
★কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে নামল। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। পরবর্তী তিন-চার দিনে ও তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই।
advertisement
6/7
★রাতে ও ভোরে শীতের আমেজ বাড়ল। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
advertisement
7/7
★কলকাতার তাপমান রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। (বিশ্বজিৎ সাহা)