IMD Weather Update: নতুন পশ্চিমি ঝঞ্ঝার চোখ রাঙানি, জোরে জোরে বইবে হাওয়া-বৃষ্টি, আবহাওয়ার চরম খামখেয়ালিপনা
- Published by:Debalina Datta
Last Updated:
IMD Weather Update: ভ্যালেন্টাইন্স ডে-র দিনেও আবহাওয়া বশ মানল না, সারা দেশেই আবহাওয়ার চরম বিরূপ মেজাজ...
advertisement
1/13

IMD Weather Update: ফের নতুন করে তৈরি হয়ে গেছে পশ্চিমি ঝঞ্ঝা (Western Disturbance)৷ শক্তিতে তুলনামূলক দুর্বল এই ঝঞ্ঝা৷ পশ্চিম হিমালয় এলাকায় তৈরি হওয়া এই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব ফের পড়বে গোটা উত্তর ভারতে৷ ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি অবধি কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এবং মুজফরাবাদে হালকা বৃষ্টি এমনকি নতুন করে তুষারপাতও হবে৷ এমনটাই ওয়েদার আপডেটে পূর্বাভাস দিয়েছে আইএমডি৷
advertisement
2/13
IMD Weather Update: ১৭ ফেব্রুয়ারি অবধি অরুণাচল প্রদেশের আলাদা আলাদা জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাত হবে৷ এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে৷ ভারতের মৌসম বিভাগের (India Meteorological Department-IMD) ওয়েদার আপডেট অনুযায়ী পঞ্জাব, দিল্লি থেকে উত্তরপ্রদেশ অবধি সমতল ক্ষেত্রে প্রবল হাওয়া বইবে৷ গড়ে ঘণ্টায় ২৫- ৩০ কিলোমিটার গতিতে হাওয়া বইলেও সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে হাওয়ার গতিবেগ৷
advertisement
3/13
IMD Weather Update: আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ি আগামী ৫ দিনে দেশের বাকি অংশে আবহাওয়া মোটামুটি যেরকম চলছে সেরকমই থাকবে৷ আশা করা হচ্ছে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা থেকে মুক্তি পাবে দেশের বড় অংশ৷
advertisement
4/13
IMD Weather Update: আইএমডি -র বুলেটিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছেের একাধিক জায়গায় নূন্যতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে এবং সেটাই থাকবে৷ প্রায় ৩.১ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বাধিক ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে৷
advertisement
5/13
Kolkata Weather Update: এদিকে কলকাতায় ফের এক ধাক্কায় নূন্যতম তাপমাত্রা নেমে গেল ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডে-র সকালে বেশ ভালই ঠান্ডা অনুভূত হল কলকাতায়৷
advertisement
6/13
Kolkata Weather Update: মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াস হবে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৫০ শতাংশ৷
advertisement
7/13
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গেই বুধবার অবধি তাপমাত্রা কমই থাকবে, তারপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে৷
advertisement
8/13
West Bengal Weather Update: উত্তরবঙ্গেও তাপমাত্রা থাকছে ঠান্ডার অনুভব৷ তবে খুব দীর্ঘস্থায়ী হবে না এই শেষ শীতের ইনিংস৷
advertisement
9/13
Weather Update:একইভাবে কোঙ্কন ও গোয়া-র সঙ্গে তটবর্তী কর্নাটকে কিছু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেরে ৫.১ ডিগ্রি সেলসিয়াস অবধি বেশি থাকবে৷
advertisement
10/13
Weather Update: এদিকে আইএমডির ওয়েদার আপ়ডেট অনুযায়ি আগামী ২ দিনে পূর্ব ভারতের বড় অংশে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস অবধি পতন হবে৷ আগামী ৩ দিনে অবশ্য ফের একবার সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ তবে নূন্যতম তাপমাত্রায় কোনও বিশেষ পরিবর্তন হবে না৷
advertisement
11/13
Weather Update: তবে উত্তর পশ্চিম ভারতের একাধিক এলাকায় তাপমাত্রা এক ধাক্কায় ৩-৫ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাবে৷
advertisement
12/13
Weather Update: আগামি ৫ দিনের মধ্যে দেশের বেশির ভাগ অংশে নূন্যতম তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না৷ পশ্চিম হিমালয় এলাকায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হবে৷ পাশাপশি তুষারপাতও হবে৷
advertisement
13/13
Weather Update: এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপসমূহেও বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷ এছাড়া দেশের বাকি অংশে বৃষ্টির সেরকম সম্ভবনা নেই৷