IMD Weather Update: মুহূর্তে বদলাবে আবহাওয়া, কলকাতা-সহ ৬ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী দু'ঘণ্টায় বদলে যাবে আবহাওয়া। ভিজবে কোন কোন জেলা? আবহাওয়া দফতরের বড় খবর।
advertisement
1/7

★কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী দু'ঘণ্টায় বদলে যাবে আবহাওয়া। ভিজবে কোন কোন জেলা? আবহাওয়া দফতরের বড় খবর।
advertisement
2/7
★আগামী দু'ঘণ্টায় ছয় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সতর্কতা।
advertisement
3/7
★বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/7
★আর দু-তিনদিনেই বর্ষা ঢুকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বর্ষায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বলা ভাল রিলেটিভ হিউমিডিটি (আজকে ৯০% এর বেশি আপেক্ষিক আর্দ্রতা রয়েছে কলকাতায়) খুব বেশি থাকায় এই অস্বস্তি। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি রোদ উঠলে অস্বস্তি চরমে উঠবে। জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা।
advertisement
5/7
★বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। ওড়িশার কিছু অংশে অগ্রগতি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও ছত্তিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী দুই-তিন দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাতের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে।
advertisement
6/7
★দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল ও বুধবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে।
advertisement
7/7
★উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে প্রতি ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।