TRENDING:

IMD Weather Update: আকাশে মেঘের ঘনঘটা নাকি ঝলমলে শুকনো দিন? কালীপুজোয় ফের বৃষ্টি? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: দুর্গাপুজোয় ভাসিয়েছে বৃষ্টি। আর কালীপুজো? আলিপুর আবহাওয়া দফতর দিল বড় ওয়েদার আপডেট...
advertisement
1/7
আকাশে মেঘের ঘনঘটা নাকি ঝলমলে শুকনো দিন? কালীপুজোয় ফের বৃষ্টি? আবহাওয়ার বড় খবর
দুর্গাপুজোয় ভাসিয়েছে বৃষ্টি। আর কালীপুজো? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো ও ভাইফোঁটার সময় আকাশ থাকবে সম্পূর্ণ ঝলমলে। সেই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালবেলা দু-এক জায়গায় সামান্য কুয়াশা এবং ধোঁয়াশা দেখা দিতে পারে, তবে তা মূলত পার্বত্য ও উপকূল সংলগ্ন জেলাগুলিতেই সীমিত থাকবে। বাকি সমস্ত জেলায় আকাশ থাকবে পরিষ্কার। জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে বলেও জানিয়েছে দফতর।
advertisement
2/7
তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রবিবার রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছয়টি জেলায় রবি ও সোমবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রপাত ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
3/7
উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
4/7
দক্ষিণবঙ্গেও রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরও বাড়বে। সেই দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
advertisement
5/7
কলকাতায় রবিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরে রয়েছে। রবি ও সোমবার শহরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
6/7
রবি ও সোমের মধ্যে কোনও একদিন খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার কালীপুজোর দিন এবং মঙ্গলবার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও আশঙ্কা নেই।
advertisement
7/7
সার্বিকভাবে বলা যায়, উৎসবের দিনগুলোয় আকাশ থাকবে ঝলমলে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে রাজ্যের উত্তর ও দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কলকাতায় হালকা গরম ও আর্দ্রতা থাকলেও, কালীপুজো ও ভাইফোঁটার দিন আকাশ পরিষ্কারই থাকবে।কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সপ্তাহান্তে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনি ও রবিবারের মধ্যে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: আকাশে মেঘের ঘনঘটা নাকি ঝলমলে শুকনো দিন? কালীপুজোয় ফের বৃষ্টি? আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল